Monday, 26 November 2012

আমার কলমে

আমার সম্পর্কে বলার মতো তেমন কিছুই নেই। সাধারন মানের একজন নিরীহ গোছের ছেলে আমি। ঠিক কাজের থেকে ভুল করি বেশি! আমার ভুল হয়েছে মনে হলে স্বীকারও করি। নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করি না খুব একটা। আমি যেমন সেই রকম থাকতেই পছন্দ করি।

     আর হ্যাঁ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। মনে হয় না আমার এর থেকে বেশী কিছু চাওয়ার আছে। সপ্ন দেখতে ভালবাসি। আমি মানুষটা ছোট কিন্তু সপ্ন দেখি অনেক বড় বড়!!! বিরুদ্ধ মতের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু ভন্ডামি আমার একেবারেই সহ্য হয় না।

    ভালোবাসি বন্ধুত্ব করতে, আড্ডা দিতে, সুপারন্যাচারাল বিষয়গুলো নিয়ে পড়তে, প্রচুর মুভি দেখতে, নিজে সবসময় হাসিখুশি থাকতে এবং মানুষকে হাসিখুশি দেখতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবি ঠাকুর, বিদেশি উপন্যাসের বাংলা অনুবাদের বই গুলো পড়তে ভালোই লাগে। আমি মুভি দেখিও প্রচুর কিন্তু লো মেমোরির কারনে মুভি গুলোর নাম মনেই থাকে না!

   প্রতিদিন আমি মৃত্যুর জন্য অপেক্ষা করি। তবে এই জীবনটাকে উপভোগ করি। কারন এক একটা দিন কমে যাচ্ছে জীবন থেকে। চলার পথ অনেক, সত্য পথতো একটাই। জীবনযুদ্ধ করতে করতে অনেকে হতাশ হয়ে পড়ে, আমি ইনজয় করি। আমার কাছে এটাই জীবন।

আর যখন সাফল্য আসবে, তাকে উপভোগ করো, কিন্তু এটাও খেয়াল রেখো, তুমি ঠিক পথেই এগিয়ে যাচ্ছ কি না। যতই বড় হও না কেন, মনে রেখো সবকিছুরই একটা শেষ আছে। সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটিও জ্বলতে জ্বলতে একদিন নিভে যাবেই। তাই ব্যর্থতার জন্য প্রস্তুত থেকে সাফল্যকে উদ্যাপন করো। 

কস্ট পেলে কাঁদি, আনন্দে হাঁসি। এই তো আমি!

4 comments:

  1. আঙ্কুর পাণ্ডে বা জ্যাক পাণ্ডে একজনই সেইটা হলো এই ব্লগারের এডমিন।আর তুমি যে এসব লেখ, এসব পড়তে দারুন ভালো লাগে।আর এসব বিষয়বস্তু আমাদের মাথায় আসে না।তাই অন্যরা যখন নৌট দেয় তখন খুব ভাল লাগে পড়তে ।তবে ভারতে সব কিছুর তথ্য যেমন-সেনাবাহিনী,নৌবাহিনী,বিমানবাহিনী,প্রযুক্তি,রেল,শিক্ষা,স্বাস্থ্য,অস্ত্র,দরিদ্র প্রভৃতি থাকলে ভাল হয়।

    ReplyDelete
    Replies
    1. প্রিয় বন্ধু,
      'ভারতে সব কিছুর তথ্য যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, প্রযুক্তি, রেল, শিক্ষা,স্বাস্থ্য, অস্ত্র, দরিদ্রতা' সব বিষয়েই তথ্য রাখার চেষ্টা করবো এই ব্লগে। তবে সময় লাগবে। আর কোনও বিষয়ে তথ্যের প্রয়োজন হলে তো তুমি আছোই।

      Delete
  2. yes,i shall always help you to give more information..i shall try my best

    ReplyDelete