Physiographic Divisions of India (ভারতের ভূপ্রকৃতি)
1. The Northern Mountains (উত্তরের পার্বত্য অঞ্চল)
2. The Great Plains of India (উত্তরের সমভূমি অঞ্চল)
3. The Peninsular Plateau (উপদ্বীয়ীয় মালভূমি অঞ্চল)
4. The Coastal Plains (উপকূলের সমভূমি অঞ্চল)
5. The Islands (দ্বীপ অঞ্চল)
এখানে ভারতের পার্বত্য অঞ্চল (Northern Mountains) সম্পর্কে আলোচনা করা হল।
হিমালয় পর্বতমালা--- [উত্তর থেকে দক্ষিনে বিস্তৃত পর্বতশ্রেণীর বিভাজন]
1. Trans Himalayas or The Tethys or Tibetan Himalayas (টেথিস হিমালয়)
- অবস্থানঃ ভারতে শুধুমাত্র জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশে ট্রান্স হিমালয় রয়েছে, বাকী অংশ তিব্বতে। এই পর্বতশ্রেণীটি তিব্বত মালভূমিতে গিয়ে মিশেছে। It’s altitude varies(উচ্চতার তারতম্য) Between 3000 to 4300m.
- উল্লেখযোগ্য পর্বতশ্রেণীঃ Agil, Karakoram, Ladakh and Zaskar(Zanskar) Ranges.
- উচ্চতম শৃঙ্গঃ গডউইন অস্টিন বা K2[8611m] in Karakoram Range.
- হিমবাহঃ সিয়াচেন[70km], হিসপার, বলটারো, বিয়াফো।
- গিরিপথঃ আগিল পর্বতের কারাকোরাম গিরিপথ, বুন্দেলপীর, খরদুংলা গিরিপথে ভারতের সর্বোচ্চ সেতু[5602m]।
- প্রধান নদীঃ সিন্ধু, নাব্রা, গিলগিট। হ্রদঃ প্যাংগং।
- ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ এখানেই অবস্থিত। আকসাই চীন, সোডা সমভূমি এই দুই উচ্চসমভূমিও এই রেঞ্জেই অবস্থিত।
2. Himadri or The Greater Himalayas (হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয়)
- অবস্থান- হিমাচলের উত্তরে, নেপাল-চিন সীমান্তে। The Highest mountain range of the Himalayan system known as Inner Himalayas or Himadri. Its average altitude exceeds 6000meters and its average width is 25km.
- বৈশিষ্ট্য- উত্তরপূর্বে নামচা বাওয়ার নিকট ও উত্তর-পশ্চিমে নাঙ্গা পর্বতের নিকট ধনুক বা চুলের কাঁটার ন্যায় বাঁক দেখা যায় যাকে সিনটেক্সিয়াল বাঁক বলে।
- ঊল্লেখযোগ্য শৃঙ্গ- Almost all important peaks are located in this range. Mount Everest (পূর্ব নাম- পিক 15 (peak-XV)) তিব্বতে চোমোলাংমা, নেপালে সাগরমথা (Sagarmatha-8850m) নামে পরিচিত। Kanchenjunga(8598m), Makalu(5th in all over world-8485m), Annapurna(8078), Nanda Devi(7817). [এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নন্দাদেবী, অন্নপূর্ণা, ধবলগিরি, বদ্রীনাথ]
- গিরিপথ- বার্জিল ও জোজিলা(J&K), বারা-লাচা-লা ও সিপকিলা(HP), লিপু লেখ(UK), নাথুলা ও জিলিপলা(SK)
3. Himachal or The Lesser Himalayas (হিমাচল বা মধ্য হিমালয়)
- অবস্থান- Most of the hill resorts such Shimla, Mussoorie, Dalhousie, Nainital, Darjeeling etc. are located on this range.
- টেথিসের পলি ভাঁজপ্রপ্ত হয়ে এই অংশের উদ্ভব।
- Its average height is from 1500 to 5000m and nearly 60 to 80km wide on an average. In between the greater Himalayas and the lesser Himalayas, there are longitudinal valleys. The beautiful Kashmir valley and the Kathmandu valley are outstanding examples.
- ঊল্লেখযোগ্য শৃঙ্গ- Its important branches are the Pir Panchal and the Dhaola Dhar [পিরপাঞ্জাল(J&K), ধওলাধর(HP), নাগটিব্বা(UK), মুসৌরী].
- গিরিপথ- পিরপাঞ্জাল, বিদিল, বানিহাল।
- নদনদী- পিরপাঞ্জাল পর্বতশ্রেণীর মধ্যদিয়ে কৃষাণগঙ্গা, ঝিলম(বিতস্তা), চন্দ্রভাগা(চেনব) প্রবাহিত।
4. Shiwaliks or The Sub-Himalayas (শিবালিক বা বহিঃহিমালয়)
- শিবালিক পর্বত জম্মুতে জম্মুপাহাড়, অরুনাচল প্রদেশে ডাফলা, মিরি, অ্যাবোর, মিশমি পাহাড় আর উত্তরাখন্ডে ধ্যাং, ধুনধা পর্বতশ্রেণী নামে পরিচিত।
- The southernmost range of the Himalayas is the Shiwalik Range whose height varies from 900 to 1200m and width varies from 10 to 50kms.
- In between the Lesser Himalayas and Outer Himalayas, there are longitudinal valleys know as Duns in the west and Duars in the east. Dehradun, Kothari Dun, Alipurduars are the important example. [রাজৌলি দুন, পতৌতি দুন]
হিমালয় পার্বত্য ভূমি--- [পশ্চিম থেকে পূর্বে অঞ্চলিক বৈশিষ্ট অনুসারে বিভাজন]
পশ্চিম হিমালয়
a) কাশ্মীর হিমালয় অঞ্চল- এই অংশটি J&K রাজ্যে অবস্থিত। হিমালয়ের এই অংশে যেসব পাহাড় বা পর্বতশ্রেণী দেখা যায় তাদের মধ্যে একেবারে দক্ষিণে জন্মু ও পুঞ্ছ পাহাড় শিবালিক পর্বতশ্রেণীর অন্তর্গত। এর উত্তরে মধ্য হিমালয়ের অংশ রূপে আছে পিরপাঞ্জাল পর্বত শ্রেণী। এর পর আছে কাশ্মীর উপতকা। কাশ্মীর উপতকার উত্তরে রয়েছে হিমগিরি ও জাসকার পর্বত শ্রেণী। তারপর সিন্ধুর গভীর উপতকা এবং তার উত্তরে বিখ্যাত কারাকোরাম পর্বত শ্রেণী। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 বা গডউইন অস্টিন এখানেই অবস্থিত।
b) হিমাচল হিমালয় অঞ্চল- হিমালয়ের যে অংশ হিমাচল প্রদেশে অবস্থিত তাঁকে হিমাচল হিমালয় অঞ্চল বলা হয়। এখানে যে সব পর্বত শ্রেণী রয়েছে তাদের সবার দক্ষিণে রয়েছে শিবালিক পর্বতশ্রেণী। তার উত্তরে রয়েছে মধ্য হিমালয়ের চারটি পর্বত শ্রেণী- ধওলাধর, পিরপাঞ্জাল, নাগটিব্বা ও মুসৌরি। এই অঞ্চলের উত্তরে 5000 to 6000m উঁচু হিমাদ্রি বা উচ্চ হিমালয় পর্বতশ্রেণী অবস্থিত।
c) কুমায়ুন হিমালয় অঞ্চল- উত্তরাঞ্চল রাজ্যের ওপর দিয়ে হিমালয়ের যে অংশটি বিস্তৃত তার নাম কুমায়ুন হিমালয়। এই অঞ্চলের দক্ষিণ ভাগে শিবালিক পর্বত শ্রেণীর মধ্যে বিখ্যাত উপতাকা বা দুন আছে, যেমন- দেরাদুন, চৌখাম্বা প্রভৃতি। এর উত্তরে হিমাচল পর্বতশ্রেণীর নাগটিব্বা ও মুসৌরি পর্বত। হিমাচল পর্বতশ্রেণীর উত্তরে প্রধান হিমালয়ে কতকগুলি বিখ্যাত তুষারবৃত শৃঙ্গ আছে, যেমন- নন্দাদেবী, গঙ্গোত্রী, কেদারনাথ প্রভৃতি। কুমায়ুন হিমালয়ই গঙ্গা, যমুনা নদীগুলির উৎপত্তি হয়েছে।
মধ্য হিমালয়
নেপাল রাষ্ট্রে অবস্থিত। এভারেস্ট, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা হল উল্লেখযোগ্য শৃঙ্গ।
পূর্ব হিমালয়
a) সিকিম-দার্জিলিং হিমালয়– সিকিমের পশ্চিমদিকে সিঙ্গালিলা পর্বতশ্রেণী এবং পূর্বদিকে ডানকিয়া পর্বতশ্রেণী বিস্তৃত। এগুলির মধ্যে সিঙ্গালিলা পর্বতশ্রেণীর পশ্চিম সীমায় ভারতের দ্বিতীয় তথা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। অপরদিকে ডানকিয়া পর্বতশ্রেণিতে আছে বিখ্যাত জেলেপ লা গিরিপথ।
দার্জিলিং-এ দুটি উল্লেখযোগ্য পর্বতশ্রেণী বিস্তৃত হয়েছে- সিঙ্গালিলা ও দার্জিলিং পর্বত শ্রেণী। এই দুটির মধ্যে সিঙ্গালিলা পর্বতশ্রেণী পশ্চিমদিকে দার্জিলিং-নেপাল সীমান্তে অবস্থিত। দার্জিলিং-এর তিনটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ সিঙ্গালিলায় অবস্থিত। এগুলি হল- ১) সান্দাকফু (Sandakfu-3636m, 1st in WB), ২) ফালুট(Falut-3600m, 2nd in WB) ও ৩) সবরগম (Sabargram- 3543m, 3rd in WB).
দার্জিলিং-এ দুটি উল্লেখযোগ্য পর্বতশ্রেণী বিস্তৃত হয়েছে- সিঙ্গালিলা ও দার্জিলিং পর্বত শ্রেণী। এই দুটির মধ্যে সিঙ্গালিলা পর্বতশ্রেণী পশ্চিমদিকে দার্জিলিং-নেপাল সীমান্তে অবস্থিত। দার্জিলিং-এর তিনটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ সিঙ্গালিলায় অবস্থিত। এগুলি হল- ১) সান্দাকফু (Sandakfu-3636m, 1st in WB), ২) ফালুট(Falut-3600m, 2nd in WB) ও ৩) সবরগম (Sabargram- 3543m, 3rd in WB).
b) ভুটান হিমালয়– ভারতের প্রতিবেশী দেশ ভুটান। এখানকার ভূপ্রকৃতি খুবই বন্ধুর। হিমালয়ের এই অংশেও অনেকগুলি সুউচ্চ শৃঙ্গ আছে, যেমন- কুলাকাংড়ি, চোমো লহরি প্রভৃতি।
c) অরুণাচল হিমালয়– পূর্ব হিমালয়ের সর্বশেষ অংশটি অরুণাচল প্রদেশে অবস্থিত। পূর্ব হিমালয়ের মধ্যে একমাত্র এই অংশেই হিমালয়ের তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী- শিবালিক, হিমাচল এবং হিমাদ্রিকে আলাদাভাবে লক্ষ করা যায়। অরুণাচল প্রদেশের উত্তর-পূর্বে(তিব্বতে) সুউচ্চ নামচ্চা বারওয়া শৃঙ্গ অবস্থিত। এই শৃঙ্গের পূর্বদিকে আছে দক্ষিণমুখী ব্রহ্মপুত্র নদের গভীর গিরিখাত এবং ওই গিরিখাতই হিমালয়ের শেষ সীমা।
কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে
K2 or Godwin Austin or Chhogori (8611m)
Highest Mt. Peak of India, 2nd Highest Mountain in the world.
Located on the China-POK border in the Gilgit-Baltistan. K2 is the Highest point of the Karakoram Range. K2 is known as the Savage Mountain due to the extreme difficulty of ascent (আরোহন করা অত্যন্ত দুর্গম হওয়ায় এটি জংলী পর্বত নামেও পরিচিত).
Located on the China-POK border in the Gilgit-Baltistan. K2 is the Highest point of the Karakoram Range. K2 is known as the Savage Mountain due to the extreme difficulty of ascent (আরোহন করা অত্যন্ত দুর্গম হওয়ায় এটি জংলী পর্বত নামেও পরিচিত).
Kangchenjunga (8586m)
3rd Highest Mountain in the world. 2nd Highest mountain of the Himalayas. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বচ্চ শৃঙ্গ।
Located between the Sikkim and Nepal. 3 of the 5 peaks- Main, Central and South- are on the border between North Sikkim and Nepal. Two Peaks are in Nepal’s Taplejung District.
Located between the Sikkim and Nepal. 3 of the 5 peaks- Main, Central and South- are on the border between North Sikkim and Nepal. Two Peaks are in Nepal’s Taplejung District.
Nanda Devi (7816m)
3rd mountain in India. Located in Garhwal Himalayas, Chamoli district, Uttarakhand. Nanda Devi National Park was declared a UNESCO world Heritage Site in 1988.
*Chamoli hosts a variety of destinations of pilgrim (পিলগ্রাম- তীর্থযাত্রী) & tourist’s interest. Badrinath, Hemkund sahib. Chamoli also happened to be a birthplace of ‘Chipko movement’.
No comments:
Post a Comment