Indian National Movement (ভারতের জাতীয় আন্দোলন/ আধুনিক ভারতের স্বাধীনতা সংগ্রাম)
ভারতের জাতীয় আন্দোলন বা National Movement মোটামুটি শুরু হয় ১৮৫৭ এর মহাবিদ্রোহ থেকে। কিন্তু ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে জানবার আগে তার প্রেক্ষাপট বা আগের ঘটনা গুলি সম্পর্কে জানা দরকার। তাই এখানে Indian National Movement-কে দুটি ভাগে ভাগ করে নিয়েছি।
1707 থেকে 1857 অবধি,
1857 থেকে 1947 পর্যন্ত।
আধুনিক ভারতের স্বাধীনতা সংগ্রামের যে বিষয়গুলির উপর এখানে আলোকপাত করা হবে,
বাংলার নবাবগণ- মুর্শিদকুলি খাঁ, আলিবর্দি খাঁ
ঘটনা প্রবাহ- ব্রিটিশ গভর্নর জেনারেল, ভাইসরয়দের কার্যকলাপ
ভারতের জাতীয় কংগ্রেস- অধিবেশন, সভাপতি
বিদ্রোহ- কৃষক-উপজাতি-ধর্মীয় বিদ্রোহ, সশস্ত্র বিপ্লব-মামলা
তৎকালীন সমাজের অঙ্গ
শিক্ষা নীতি ও কমিশন সমূহ
সমাজ সংস্কারক
সভা ও সমিতি
পত্র-পত্রিকা
বই-লেখক
উক্তি
No comments:
Post a Comment