Friday, 29 September 2017

Mehrgarh Civilization (মেহেরগড় সভ্যতা)

মেহেরগড় সভ্যতা ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রাচীন সভ্যতা। (Mehrgarh is the earliest Neolithic site in India.) মেহেরগড় সিন্ধু নদীর পশ্চিমে বালুচিস্তানের বোলান পাসের কাছে অবস্থিত।
 ★মেহেরগড় সভ্যতা ১৯৭৪ খ্রিস্টাব্দে জাঁ ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিডো আবিস্কার করেন। 
গৃহ পালিত পশু- ছাগল, ভেড়া, ষাড়।
কৃষিকাজ - গম, যব, বারলি, তুলো প্রভৃতি। এখানে প্রাপ্ত পোড়া তুলোর বীজ থেকে প্রমাণ হয় যে, এসময়ের মানুষেরা সুতি বস্ত্রের সাথে পরিচিত ছিল। এটি ভারতে কার্পাস তুলো চাষের প্রাচীনতম নিদর্শন। 
ব্যবসা বাণিজ্য- ইরান ও মেসোপটেমিয়ারর সাথে লেনদেন চলত।

 * Earliest Neolithic সম্পর্কে বিশদে জানতে এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment