Wednesday, 4 October 2017

Indus Valley Civilization (সিন্ধু সভ্যতা)

 Sir John Marshal played a crucial role to discovered Harappa & Mohenjodaro. He was director of Archaeological Department of India. In 1921, Dayaram Sahni first discovered Harappa (on Ravi). Rakhaldas Banerjee discovered Mohenjodaro or ‘Mound of the Dead’ (on Indus) in 1922.

সিন্ধু সভ্যতা শহর/নগর কেন্দ্রিক(পোড়া ইটের বাড়ি) সভ্যতা (Indus Valley Civilization Town Planning) ও Drainage System এর জন্য বিখ্যাত ছিল। অন্যদিকে পরবর্তীকালে গড়ে ওঠা বৈদিক সভ্যতা ছিল গ্রাম্য সভ্যতা (Rural Civilization)। 

Copper, bronze, silver, gold were known but not iron. তামা-পিতলের উপর খোদায় করা কাজকে বলা হয় ক্যালকগ্রাফি/ Chalcography; এই কারনেই সিন্ধু সভ্যতা ক্যালকোলিথিক (Chalcolithic Period) সময়ের সমকালীন বলে চিহ্নিত।
সংসার ছিল মাতৃকেন্দ্রিক। সমাজ নিয়ন্ত্রিত হত ব্যবসায়ীদের দ্বারা।

গুরুত্বপূর্ণ শহর,

হরপ্পা

1921 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন দয়ারাম সাহানি। হরপ্পা লিপি/ ভাষা (Script) লেখা হত Pictographic(270 letters)পদ্ধতিতে। চিত্র দ্বারা লিখন পদ্ধতিতে বর্ণস্বরূপ ব্যবহৃত চিত্র। হরপ্পার ভাষাগুলি ডান(Right) থেকে বাম(Left) দিকে লেখা হত। আবার পরবর্তী লাইন শুরু হত বাম থেকে ডান দিকে। লেখার এই বৈশিষ্টকে বলা হয়, Boustrophedon (বস্ট্রোফিডন)। সুমের বা মেসোপটেমিয়া এবং বাহারিন অঞ্চলের সাথে হরপ্পা সভ্যতার মানুষদের বাণিজ্য চলত। মেলুহা(Meluha) হল সিন্ধু সভতার জন্য সুমেরীয় নাম। Haroppan region as known as Meluha in Sumar. They are also trade with Bahrain.
 

মহেঞ্জোদারো (Mohenjodaro/ Mound of death)

হরপ্পা ও মহেঞ্জোদারো শহর দুটি একে অপরের থেকে 483 কিমি দূরে অবস্থিত। মহেঞ্জোদারো হল সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থান। এখানেই বিশাল স্নানাগারটি (39*23*8ft) পাওয়া গেছে। Multi pillared Assembly Hall was another remarkable building found in Mohenjodaro. A bronze dancing girl found in Mohenjodaro. Granary was the largest building of Mohenjodaro.
*[Granary- শস্যাগার/ গোলাবাড়ি/ চালা ঘর (Barn), Grange- খামারবাড়ি, Granaries-গোলা, Pillared- স্তম্ভ, Assembly Hall- সমাবেশ হল।]

রোপার

স্বাধীনতা লাভের পর ভারতে আবিস্কৃত প্রথম প্রত্নক্ষেত্র। এখানে মানুষের সাথে কুকুরকে কবর দেওয়ার নিদর্শন পাওয়া গেছে।

কালিবাঙ্গাল

ভারতের রাজস্থানে অবস্থিত। এখানে লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে।

লোথাল

বস্ত্র ব্যবসার নিরিখে লোথাল হরপ্পা সভ্যতার মাঞ্ছেস্টার নামে খ্যাত। গুজরাটে অবস্থিত; বন্দর হিসাবে বিখ্যাত।

ধোলাভিরা (Dholavira)

গুজরাটের কচ্ছের রান অঞ্চলে এটি আবিস্কৃত হয়। It is the only Indus sites have archaeologists discovered a middle town, as distinct from the citadel and the lower town. (সাইনবোর্ড, উচ্চ-মধ্য-নিম্ন শহরের নিদর্শন পাওয়া গেছে)

ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ শহর (The main sites of India that have been discovered in the excavation of Indus Valley Civilization are)


1 Manda on the Beas River near Jammu.
2 Alamgirpur on the Hindon River, near Delhi.
3 Kalibangan in Rajasthan.
4 Coastal city of Lothal in western India (Gujarat state).
5 Banwali in Haryana and
6 Ropar in Punjab.


এককথায় তৎকালীন সময়ে, নগরকেন্দ্রিকতা, স্থানাগার, জল প্রবেশ ও নিকেশের মত এক উন্নত সমাজ ব্যবস্থার জন্য সিন্ধু সভ্যতাই পথপ্রদর্শক আর এ জন্যই সিন্ধু সভ্যতা চিরস্মরণীয় হয়ে থাকবে।

1 comment: