অবস্থান
বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান স্থানাঙ্ক হল: 23°50′N 87°27′E। এটি বীরভূম জেলার চিনপাই ও ভুরকুনা গ্রামপঞ্চায়েত অঞ্চলে অবস্থিত। পানাগড়-মোরগ্রাম সড়কের ধারে বক্রেশ্বর নদের তীরে বক্রেশ্বরমন্দির ও উষ্ণ প্রস্রবণের কিছু দূরে এই বিদ্যুৎকেন্দ্রটি গড়ে উঠেছে।
অন্ডাল-সাঁইথিয়া শাখার চিনপাই (দুবরাজপুর) এই বিদ্যুৎকেন্দ্রের নিকটতম রেলস্টেশন।