Thursday, 21 February 2013

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, উষ্ণ প্রস্রবণ ও জলাধার

অবস্থান

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান স্থানাঙ্ক হল:   23°50′N 87°27′E। এটি বীরভূম জেলার চিনপাই ও ভুরকুনা গ্রামপঞ্চায়েত অঞ্চলে অবস্থিত। পানাগড়-মোরগ্রাম সড়কের ধারে বক্রেশ্বর নদের তীরে বক্রেশ্বরমন্দির ও উষ্ণ প্রস্রবণের কিছু দূরে এই বিদ্যুৎকেন্দ্রটি গড়ে উঠেছে। 

অন্ডাল-সাঁইথিয়া শাখার চিনপাই (দুবরাজপুর) এই বিদ্যুৎকেন্দ্রের নিকটতম রেলস্টেশন। 



উষ্ণ প্রস্রবণ

অঙ্কুর পাণ্ডে (জ্যাক) ankurin.blogspot.in


বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ এর উষ্ণ প্রস্রবণগুলি।



 এই শহরে দশটি উষ্ণ প্রস্রবণ আছে; এগুলি হল –

 পাপহরা গঙ্গা, 
বৈতরণী গঙ্গা, 
খরকুণ্ড, 
ভৈরবকুণ্ড, 
অগ্নিকুণ্ড, 
দুধকুণ্ড, 
সূর্যকুণ্ড, 
শ্বেতগঙ্গা, 
ব্রহ্মাকুণ্ড,
অমৃতকুণ্ড। 


বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, উষ্ণ প্রস্রবণ ও জলাধার, অঙ্কুর পাণ্ডে (জ্যাক) ankurin.blogspot.in

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, উষ্ণ প্রস্রবণ ও জলাধার, অঙ্কুর পাণ্ডে (জ্যাক) ankurin.blogspot.in



অঙ্কুর পাণ্ডে (জ্যাক) ankurin.blogspot.in


খর, ভৈরব ও সূর্যকুণ্ডের জলের তাপমাত্রা যথাক্রমে ৬৬, ৬৫ ও ৬১ ডিগ্রি সেলসিয়াস। অগ্নিকুণ্ডের তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াস। 

      এই কুণ্ডের জলে সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, সিলিকেট, ক্লোরাইড, বাইকার্বোনেট ও সালফেট পাওয়া যায়, যা ঔষধিগুণসম্পন্ন। এছাড়াও এই কুণ্ডের জলে রেডিওঅ্যাকটিভ উপাদানও পাওয়া যায়। দুধকুণ্ডের তাপমাত্রা ৬৬ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে এই কুণ্ডের জলে ওজোন ঘনীভূত হয়ে সাদা সরের মতো পদার্থ সৃষ্টি করে।




বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, উষ্ণ প্রস্রবণ ও জলাধার, অঙ্কুর পাণ্ডে (জ্যাক) ankurin.blogspot.in

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, উষ্ণ প্রস্রবণ ও জলাধার, অঙ্কুর পাণ্ডে (জ্যাক) ankurin.blogspot.in



এছাড়া এখানে বর্তমানে বিশেষ আকর্ষণ হল ক্রোয়েশিয়ায় সামুদ্রিক শ্বেতপ্রবাল দ্বারা নিমিত শিবলিঙ্গ। এটির ওজন ১০ টন এবং উচ্চতা ১২ ফুট।



বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, উষ্ণ প্রস্রবণ ও জলাধার, অঙ্কুর পাণ্ডে (জ্যাক) ankurin.blogspot.in


বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, উষ্ণ প্রস্রবণ ও জলাধার, অঙ্কুর পাণ্ডে (জ্যাক) ankurin.blogspot.in




No comments:

Post a Comment