Monday, 17 December 2012

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন বা ডিআরডিও



      প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ইংরেজি:- Defence Research and Development Organisation , হিন্দি:- रक्षा अनुसंधान एवं विकास संघठन) বা ডিআরডিও এশিয়ার বৃহত্তম প্রতিরক্ষা কন্ট্র্যাক্টরগুলির অন্যতম এবং একটি অন্যতম প্রধান বিমান প্রস্তুতকারক সংস্থা। ভারতের নয়াদিল্লিতে এই সংস্থার সদর কার্যালয় অবস্থিত। ১৯৫৮ সালে প্রযুক্তি উন্নয়ন প্রতিষ্ঠান (টেকনিক্যাল ডেভেলপমেন্ট এস্ট্যাবলিশমেন্ট) ও প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদন অধিকরণের (ডাইরেক্টরয়েট অফ টেকলিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন সঙ্গে প্রতিরক্ষা বিজ্ঞান সংগঠনের (ডিফেন্স সায়েন্স অর্গ্যানাইজেশন) সংযুক্তির মাধ্যমে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।

    ৫১টি ল্যাবরেটরির মাধ্যমে ডিআরডিও-র নেটওয়ার্ক প্রসারিত। এই ল্যাবরেটরিগুলির দ্বারা সংস্থা বিভিন্ন ক্ষেত্র যেমন এয়ারোনটিক, অস্ত্রশস্ত্র, ইলেকট্রনিক ও কম্পিউটার সায়েন্স, মানবসম্পদ উন্নয়ন, জীবন বিজ্ঞান, সামগ্রী, মিশাইল, যুদ্ধযান উন্নয়ন ও নৌগবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে প্রতিরক্ষা প্রযুক্তিকে উন্নততর করে তোলার কাজে রত। এর মূল দর্শন হচ্ছে, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে স্বনির্ভর করে তোলা। এক কথাই ভারতের প্রযুক্তিবিদ্যা কে উন্নত থেকে উন্নততর করে সবার থেকে ভারতকে এক কদম এগিয়ে রাখার মরিয়া চেষ্টা করে এই সংস্থাটি। এই সংস্থায় ৭৪০০ জনেরও বেশি বৈজ্ঞানিক ও প্রায় ২৫,০০০ বিজ্ঞান, প্রযুক্তিগত ও সহায়তাকারী কর্মচারী নিযুক্ত। 





ডিআরডিও-র সদর কার্যালয় দিল্লিতে










 










 



 












ডিআরডিও কাণ্ড কারখানা দেখে আমারতো মনে হল...

  ''সুনো গড় সে দুনিয়া বালো বুড়ি নজর না হামনে ডালো চাহে জিত্না জোর লাগালো, সবসে আগে হঙ্গে হিন্দুস্তানি।''
হাম্নে কাহাহে যো তুম ভী কহো।
 চলতে সারারে হে পানি কে ধার হে , হাম কাটে কাটতে নেহি, যো বাদা করতে হে করকে নিভাতে হে, হাম পিছে হাটতে নেহি।''
   

No comments:

Post a Comment