→ আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা বর্ধমান (7,024 বর্গকিমি)।
→ আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা (187.33 বর্গকিমি)।
→ পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ সান্দাকফু (3,630 মিটার)।
→ পশ্চিমবঙ্গের উচ্চতম ভবন চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার, কলকাতা।
→ পশ্চিমবঙ্গের প্রাচীনতম জলবিদ্যুত্ কেন্দ্র সিদ্রাপং, দার্জিলিং (1897 সালে স্থাপিত)।
→ পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা উত্তর 24 পরগনা।
→ পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা দার্জিলিং।
→ পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন যুবভারতী ক্রীড়াঙ্গন (1.20 লক্ষ দর্শক আসন বিশিষ্ট)।
→ ভারতে তথা পশ্চিমবঙ্গে প্রথম পাতালরেল চালু হয় কলকাতায় 1984 সালে।
→ পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন, শিবপুর (হাওড়া)।
→ পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা জুলজিক্যাল গার্ডেন্স, আলিপুর (কলকাতা)।
→ প্রথম টেলিগ্রাফ লাইন কলকাতা এবং ডায়মন্ড হারবার এর মধ্যে 1882 সালে।
→ পশ্চিমবঙ্গের বৃহত্তম স্কুল সাউথ পয়েন্ট হাইস্কুল, কলকাতা।
→ পশ্চিমবাংলা তথা ভারতের সর্ব প্রথম বালিকা বিদ্যালয় ব্যাপটিস্ট মিশন স্কুল (কলকাতা)।
→ পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলস্টেশন হল হাওড়া।
→ পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলস্টেশন হল শিয়ালদহ।
→ পশ্চিমবঙ্গ বৃহত্তম প্লাটফর্ম হল খড়্গপুর (পশ্চিম মেদিনীপুর/ 1,072 মিটার বা 3,519 ফুট) {ভারতের গোরক্ষপুর 4,483 ফুট}।
→ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানে অবস্থিত রেলওয়ে প্লাটফর্ম হল ঘুম (দার্জিলিং/ 2,258 মিটার বা 7,408 ফুট)।
→ পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল হল বিড়লা প্ল্যানেটোরিয়াম (কলকাতা)।
→ পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হাজারদুয়ারি (মুর্শিদাবাদ)।
→ পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা (পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়)।
→ পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র (ভারতেও প্রথম) জেমস্ হিকির বেঙ্গল গেজেট, ইংরেজি ভাষায় রচিত 1780 সালে।
→ পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ (শ্রীরামপুর/ 1981)।
→ পশ্চিমবঙ্গের যে সংবাদপত্রের সংস্করণ সর্বাধিক তা হল আনন্দবাজার পত্রিকা ।
→ পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার উইলিয়াম কেরী লাইব্রেরি (1800 খ্রিঃ/ শ্রীরামপুর)।
→ পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলবাজার মল্লিকহাট (হাওড়া/ এশিয়ার বৃহত্তম)।
→ পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ সুন্দরবনের ব-দ্বীপ অঞ্চল (75,000 বর্গকিমি/ ভারতের বৃহত্তম ব-দ্বীপ/পশ্চিমবঙ্গ-বাংলাদেশ-এ বর্তমান)।
→ পশ্চিমবঙ্গের প্রথম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতা, 1800 খ্রিষ্টাব্দে।
→ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ, কলকাতা।
→ পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ বেঙ্গল মেডিক্যাল কলেজ (বর্তমান নাম কলকাতা মেডিক্যাল কলেজ, কলকাতা, 1835 খ্রিঃ)।
→ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ভাগীরথী (দৈর্ঘ্য 530 কিমি)।
→ পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু হাওড়া ব্রিজ (কলকাতা-হাওড়া)।
→ পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু হাওড়া ব্রিজ (দৈর্ঘ্য 457 মিটার)।
→ পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ বিদ্যাসাগর সেতু (2700 ফুট/ কলকাতা)।
→ পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ ফারাক্কা ব্যারেজ (গঙ্গার ওপর নির্মিত/ 2,245 মিটার লম্বা)।
→ পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রাচীন হকি প্রতিযোগিতা বেটন কাপ।
→ পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব ক্যালকাটা ডালহৌসি ক্লাব।
→ পশ্চিমবঙ্গের বৃহত্তম সংগ্রহশালা (মিউজিয়াম) ইন্ডিয়ান মিউজিয়াম।
→ সংরক্ষণ তালিকাভুক্ত পাখি ধনেশ পাখি।
→ কলকাতা ব্রিটিশদের রাজধানী হয় 1772 খ্রিষ্টাব্দে।
→ ডম্পেয়ার হজেস লাইন অবস্থিত সুন্দরবনে।
No comments:
Post a Comment