Tuesday, 22 August 2017

স্বাধীনতা কি?

এই ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা অনেক রকমের হয়।

ভারতের হিন্দু মহিলারা প্রথম প্রাণে বাঁচার স্বাধীনতা পায় 1829 খ্রিস্টাব্দে স্বতীদাহ প্রথা রদের মাধ্যমে।

ভারতের হিন্দু মহিলারা নিজের ব্যক্তিগত জীবন নিজের মতো করে বাঁচার অধিকার পায় 26শে জুলাই, 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রণয়নের মাধ্যমে।

ভারতের নাগরিকেরা প্রথম রাজনৈতিক স্বাধীনতা পায় 1947 সালের 15 আগস্ট।

ভারতের নাগরিকদের এই ভারত নামক ভূখন্ডে স্বাধীন ভাবে বাঁচার অধিকার সুনিশ্চিত করে 1950 সালের 26 জানুয়ারি সংবিধান কার্যকরীর মাধ্যমে।

তবে, আজ 22 শে আগস্ট 2017 ভারতের সুপ্রিমকোর্ট এর তিন তালাক অসাংবিধানিক ঘোষনার মাধ্যমে ভারতের মুসলিম মহিলারা স্বাধীনতা পেলেন, স্বাধীন ভাবে নিজের ব্যক্তিগত জীবন বাঁচার।

No comments:

Post a Comment