লিখিত সংবিধান- ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড।
অলিখিত সংবিধান- ব্রিটেন; ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও 1215 সালের মহাসনদ(The Great charter of 1215) , 1689 সালের অধিকার বিল(The Bill of Rights of 1689), 1911 ও 1949 সালের পার্লামেন্ট আইন (Parliamentary Acts of 1911 & 1949) প্রভৃতি ব্রিটিশ সংবিধানের লিখিত অংশ হিসাবে গণ্য হয়।
সুপরিবর্তননীয়- আইনসভার সংখ্যাগরিষ্ঠের ভোটে সংবিধান সংশোধন করতে পারে। যেমন- ব্রিটেন, নিউজিল্যান্ড।
দুষপরিবর্তননীয়- কোন অংশ পরিবর্তনের জন্য বিশেষ পদ্ধতি (Special Procedure) অনুসরণ করা হয়। যেমন- মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সংবিধান 4 March 1789 সালে কার্যকর হয়। মূল সংবিধানে 7 টি ধারা ছিল। প্রায় 4000 শব্দের মধ্যে লিখিত এই সংবিধান। 1971 সালে 10 বার সংবিধান সংশোধিত হয়। আর মোট সংশোধিত হয়েছে 27 বার।