Wednesday, 24 April 2013

ভারত সরকারের কিছু ওয়েবসাইট




  ভারত সরকার - 
http://www.india.gov.in/
(এখানে সব রকম ইনফর্মেশন পাবেন আমাদের ভারত সম্পর্কে)

কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন

   কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (সংক্ষেপেঃ সিসিটিএলডি; country code top-level domain (ccTLD)) হল ইন্টারনেট টপ লেভেল ডোমেইন যা একটি দেশ অথবা একটি অঞ্চলের জন্য সাধারনভাবে সংরক্ষিতভাবে ব্যবহার করে।



Monday, 22 April 2013

মায়ানমারের নতুন গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা

      মায়ানমার (বর্মী ভাষায়: মিয়ামা, প্রাক্তন নাম বার্মা, প্রাচীন নাম ব্রহ্মদেশ) দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের রাজধানী নেপিদ (নেপ্‌য়িদ আইপিএ: [nèpjìdɔ̀])।
মায়ানমার, অঙ্কুর পাণ্ডে, ankurin.blogspot.com

      তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মায়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় "ইয়াঙ্গুন"। তবে গণতান্ত্রিক দলগুলোর অনেক অনুসারীই এই নামকরণের বিপক্ষে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির সরকারী নাম পরিবর্তন করে রাখা হয় রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মায়ানমার।