'বেলুচিস্তান স্বাধীনতা চাই' যা আমি সমর্থন করি, আর আপনি ?
বেলুচিস্তান বা বালোচিস্তান (বেলুচি ভাষায়: بلوچستان) বলতে নিচের যেকোনটি বোঝাতে পারে:
আধুনিক অঞ্চলসমূহ ---> বেলুচিস্তান (অঞ্চল), দক্ষিণ-পশ্চিম পাকিস্তান, দক্ষিণ-পশ্চিম আফগানিস্তান এবং দক্ষিণ-পূর্ব ইরানের একটি বিরাট অঞ্চল।
- বেলুচিস্তান (পাকিস্তান) পাকিস্তানের একটি প্রদেশ
- বেলুচিস্তান (আফগানিস্তান), আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থিত
- সিস্তন ও বালুচেস্তন প্রদেশ, ইরানের একটি প্রদেশ
জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে আয়তনে সবচেয়ে বড় বেলুচিস্তান । শুধু আয়তনে বড় তা নয়, বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ প্রদেশ, তেল ও গ্যাস যার মধ্যে উল্লেখযোগ্য ।
বেলুচিস্তান পাকিস্তানের সবথেকে দরিদ্র ও অবহেলিত প্রদেশ ।
পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই বেলুচিস্তান পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জন্য এক সিরিয়াস ধরনের মাথাব্যথার কারণ যেমন ছিল, তেমনই রয়ে গিয়েছে। সেই ১৯৪৭ সালেই কিছু বেলুচিস্তানের নেতা পাকিস্তানকে নিজেদের দেশ বলে মানতে চান নি ও তাঁরা স্বাধীন বেলুচিস্তান সৃষ্টির আহ্বান করেছিলেন – যার মধ্যে তাঁরা যেমন পাকিস্তানের বেলুচিস্তান, তেমনই ইরান ও আফগানিস্তানের ভিতরে থাকা বেলুচ প্রজাতি অধ্যুষিত এলাকা গুলিকেও দেখতে চেয়েছিলেন। পরবর্তী প্রায় ষাট বছর ছয় মাস ধরেই এই স্বাধীনতা আন্দোলন চলেছে, তা কখনও স্তিমিত হয়েছে, কখনও নতুন বহ্নি শিখা নিয়ে জ্বলে উঠেছে, আর প্রায়ই খোলাখুলি ভাবে সন্ত্রাসবাদী আকার নিয়েছিল।
এই সমস্যার মূল হল যে, বেলুচিস্তান – পাকিস্তানের সবচেয়ে বড় এলাকা জুড়ে প্রদেশ, যেখানে অনুসন্ধান করে পাওয়া ও ধারণা করা প্রচুর প্রয়োজনীয় খনিজ সম্পদ রয়েছে. কিন্তু বহু ঐতিহাসিক ভাবে চলে আসা কারণের জন্যই এই রাজ্য আজও রয়েছে অর্থনৈতিক দিক থেকে একটি সবচেয়ে কম উন্নত রাজ্য হয়ে।
মাঝে কয়েকবছর বিচ্ছিন্ন প্রতিবাদ আন্দোলন চললে ও জেনারেল মোশাররফের শাসনামলে বেলুচিস্তান আবার অশান্ত হয়ে উঠে । দানবরাষ্ট্র তার চরিত্রানুযায়ীই সামরিক অভিযান চালিয়ে দমন করতে চায় সকল আন্দোলন ।২০০১ সাল থেকে এ পর্যন্ত পাকবাহিনী হত্যা করেছে ১৫-২০ হাজার বেলুচ স্বাধীকার আন্দোলনের কর্মীকে । পাকবাহিনীর বিমান আক্রমনে ঘরবাড়ী হারিয়ে উদ্বাস্তু হয়েছেন কমপক্ষে দু লক্ষ বেলুচ। বিমান আক্রমনে হত্যা করা হয়েছে বেলুচিস্তানের অবিসংবাদিত নেতা আকবর বুগতি'কে।
এদিকে অসীম সাহসী বেলুচেরা গেরিলা কায়দার শুরু করেছে আত্নরক্ষা ও প্রতি আক্রমন । গঠিত হয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি ।
এসব নিয়ে ক্ষোভ-বিক্ষোভ,প্রতিবাদ ,প্রতিরোধ চলে আসছে কয়েক যুগ ধরেই ।ষাটের দশকে এই ক্ষোভ তীব্র হলে নিষ্ঠুর সামরিক আগ্রাসনের মাধ্যমে তা দমন করা হয় ।
বিগত সময়ে বেলুচিস্তান প্রদেশে পরিস্থিতি নতুন করে জটিল হয়েছে। দেশের কেন্দ্রীয় সরকার এই প্রদেশের বিষয়ে এক বিশাল পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এটা প্রাথমিক ভাবে গাদার বন্দর ও এক গুচ্ছ রাস্তাঘাট ও পাইপ লাইন বসানোর প্রকল্প, যা চিনের দক্ষিণ পশ্চিমের এলাকার সঙ্গে বেলুচিস্তানকে জুড়ে দেবে। গাদার বন্দর তৈরী হওয়ার বিষয়ে চিনের আগ্রহ প্রচুর, যারা এই বন্দর নির্মাণের কাজে প্রযুক্তি ও অর্থ দিয়ে সহযোগিতা করে চলেছে. এটা পাকিস্তান ও চিনের স্ট্র্যাটেজিক সহযোগিতা পরিকল্পনার অংশ। আসলে চিন ভারতের বিরুধে তাদের নিজেদের 'স্তিং অফ পালস' কে কার্যকর করার জন্য বেলুচিস্তান কে নিজেদের 'রাজনৈতিক চাল' হিসাবে দেখছে।
-----------------------^^^^^^----------------------
>>.........>>...... কিছু প্রাসংগিক লিংক ......>>
সৌজন্যে::---> http://www.sachalayatan.com
wiki---> Balochistan conflict
ফেসবুকে বেলুচিস্তান পেজ -----> ( Facebook) ....>>
1) Baluchistan 2) Voice Of Baloch 3) I am Baloch
4) Free Balochistan 5) Baloch Johd 6) Baloch Liberation Movement
বেলুচ লিবারেশরন আর্মির প্রতিরোধ যুদ্ধের কিছু ইউটিউব ভিডিও -->
(Youtube)--->
1) The Baloch : History & Struggle :::-- A youtube video By Aziz Sanghur
No comments:
Post a Comment