প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যাশা অনুযায়ী বাংলা মাধ্যমের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ শিক্ষামূলক ব্লগ 'বোধোদয়' এ আপনাকে স্বাগত।
Tuesday, 28 May 2013
Saturday, 18 May 2013
আফগানিস্তান পুনর্গঠনে ভারতের ভূমিকা
আফগানিস্তান, যার সরকারী নাম আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র। আফগানিস্তানের উত্তর সীমানায় তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান; পূর্বে চীন এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর; দক্ষিণে পাকিস্তান এবং পশ্চিমে ইরান।
রাজনীতির প্রাচীন প্রেক্ষাপট
১৯৬০-এর দশক পর্যন্ত আফগানিস্তানের রাজা ও তাঁর আত্মীয়েরা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতেন। তবে রক্ষণশীল গোষ্ঠীগত ও ধর্মীয় নেতারাও শাসনব্যবস্থায় প্রভাব বিস্তার করতেন। ১৯৬৩ সালে প্রথমবারের মত রাজপরিবারের বাইরের একজনকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয় যাতে রাজতন্ত্র আইন প্রণয়নের দায়িত্ব থেকে অব্যাহতি পায়।
রাজনীতির প্রাচীন প্রেক্ষাপট
১৯৬০-এর দশক পর্যন্ত আফগানিস্তানের রাজা ও তাঁর আত্মীয়েরা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতেন। তবে রক্ষণশীল গোষ্ঠীগত ও ধর্মীয় নেতারাও শাসনব্যবস্থায় প্রভাব বিস্তার করতেন। ১৯৬৩ সালে প্রথমবারের মত রাজপরিবারের বাইরের একজনকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয় যাতে রাজতন্ত্র আইন প্রণয়নের দায়িত্ব থেকে অব্যাহতি পায়।
Labels:
আফগানিস্তান,
আমেরিকা,
চিন,
পাকিস্তান,
বিশ্ব,
ভারত,
রাজনীতি,
সামরিক শক্তি
kandi, West Bengal, India
India
Wednesday, 1 May 2013
কাশ্মীর ভারতের ছিল, আছে, থাকবে
পৃথিবীর ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীর।
কাশ্মীর আসলে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি পাহাড়ী অঞ্চল। উনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত, কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু বিশাল হিমালয় এবং পীর পঞ্জল পর্বতমালার উপত্যকাকে নির্দেশনা করতো।
Subscribe to:
Posts (Atom)