Tuesday, 3 September 2013

ভুটানের সাথে সুসম্পর্ক চিরস্থায়ী হোক, চায় দিল্লি

ভুটানের সাথে সুসম্পর্ক চিরস্থায়ী হোক, চায় সাউথ ব্লগকিছু দিন আগে ভুটানের আইনসভার দ্বিতীয় সাধারণ নির্বাচন হল। এবারের ভোটের মূল ইস্যু ছিল কেরোসিন ও প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধিকে নিয়ে। এমনিতে ভুটানের অর্থনীতি বেশ দুর্বল। ভুটানের অর্থনীতি সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হল, ভূটানের রাষ্ট্রীয় মুদ্রা গুলট্রাম এবং এর বিনিময় হার ভারতীয় রুপীর সাথে সম্পর্কিত। ভূটানের অর্থনীতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অর্থনীতি গুলির একটি। এটি মূলত কৃষি ও বনজ সম্পদ নির্ভর অর্থনীতি। ভুটানের জনসংখ্যার প্রায় ৬০% এই দুই ধরনের পেশায় জড়িত। [২০০৫ সালের আদমশুমারি অনুযায়ী ভুটানে ৬,৭২,৪২৫ জনের বাস। প্রতি বছর জনসংখ্যা ২% হারে বাড়ছে। জনঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে ৪৫ জন।] আর এই অর্থনৈতিক দুর্বলতা থেকে বাঁচার জন্য ভুটানকে ভারতের দেওয়া ভর্তুকি উপর নির্ভর করতে হয়। আর তাই প্রতিবেশী তথা আমাদের ছোট্ট পাহাড়ি মিত্র দেশ ভুটানের  মানুষকে একটু অর্থনৈতিক সাহায্যের জন্য দিল্লি বরাবর কেরোসিন ও প্রাকৃতিক গ্যাসের উপর ভর্তুকি দিয়ে আসছে । 

Sunday, 1 September 2013

আমার চোখে বাংলাদেশ

   বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম সম্পর্কে আমার আগের পোস্টটাতে আলোচনা করেছিলাম। এবার আসি এখনকার স্বাধীন বাংলাদেশের কথায়।

     কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য ১৯৭৬ এ ফারক্কা বাঁধ তৈরি করে ভারত। অনেক তর্ক-বিতর্কের পরে ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেব গৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'গঙ্গার জল বন্টন চুক্তি' সই করেন। বিভিন্ন সময় দুই দেশের মধ্যে এই জল বণ্টন নিয়ে মতবিরোধও হয়েছে। স্বাধীন বাংলাদেশের সাথে ভারতের একটা চুক্তির কথা বললাম।