ঝাড়খন্ডে প্রবল বর্ষণ হলে একে-একে ছোট-বড় সব জলাধার থেকেই জল ছাড়া হয়- চান্ডিল, গালুডি, তেনুঘাট, হিংলো, বক্রেশ্বর, দ্বারকা, কোপাই, তিলপাড়া, মশানজোড়, ডিভিসি (দামোদর ও তার শাখা নদীগুলির উপর ডিভিসি-র মোট চারটি বাঁধ পাঞ্চেত, মাইথন, কোনার, তিলাইয়া) প্রভৃতি। এমনিতেই বর্ষার জলে পুষ্ট নদীগুলি যেমন- সুবর্ণরেখা, কংসাবতী, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, মুণ্ডেশ্বরী, শিলাবতী, কাঁসাই, শালি, গন্ধেশ্বরী, রূপনারায়ণ, দ্বারকেশ্বরী বিপদসীমার উপর দিয়েই বয়। তার উপর আবার জলাধার গুলির ছাড়া জল; সৃষ্টি হয় ভয়াভয় পরিস্থিতির; ফল স্বরূপ নদীবাঁধ ভেঙ্গে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। লাল সতর্কতা জারি করা হয় দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ। জলাধার গুলি থেকে ছাড়া জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে টেলিভিশন, রেডিও তে কোন জলাধার কত পরিমাণ জল ছাড়ছে তার বিবরণ দেয়, আজ ডিভিসি, পাঞ্চেত কিমবা তিলপাড়া ব্যরেজ থেকে এক লক্ষ কিউসেক জল ছেড়েছে... -এই ভাবে খবর পরিবেশন করে; কিন্তু বলুন তো এক কিউসেক মানে কত লিটার জল...? না সে সম্পর্কে আমাদের অনেকেরই কোন ধারণা নেই। আজ জেনে নিন এক কিউসেক মানে কতটা জল!
এখানে জলের একক কিউসেকে বলা হয়। 'কিউসেক'-এর বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হল।
এক কিউসেক (Cusec) মানে প্রতি সেকেন্ডে এক ঘনফুট (cubic feet per second) জলের প্রবাহ! ১ কিউবিক ফুট মানে ২৮.৩১৭ লিটার জল। (1 Cusec= 28.316847 বা 28.317 litres) তার মানে, কোনও জলাধার থেকে ১ সেকেন্ডে ২৮.৩১৭ লিটার জল ছাড়া হলে বলা যেতে পারে সেখান থেকে ১ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে।
আসলে কিউসেক আয়তনের এককই নয়। কিউসেক হল দু’টি রাশি যুক্ত করে তৈরি একক। এর মধ্যে রয়েছে আয়তনের একক কিউবিক ফুট বা ঘনফুট ও সময়ের একক সেকেন্ড। এক সেকেন্ডে কত কিউবিক ফুট জল বাঁধ থেকে ছাড়া হল তা মাপা হয় কিউসেক দিয়ে।
No comments:
Post a Comment