Wednesday, 10 July 2013

জানি না কবে সত্যিকারের পরিবর্তন দেখবে গ্রামীণ ভারত

    বন্ধুরা আমরা ৬৬ বছর স্বাধীন হয়েছি। আজ দেশে দুর্নীতি আমলা থেকে রাজনৈতিক নেতাদের রন্ধে রন্ধে। চলছে গণতন্ত্রের নামে প্রহসন। ভোটের নামে পেশিশক্তি। এটা তো সত্যি আজ গ্রামীণ ভারতের একটা বড় অংশকে মদ-মাংস-টাকা দিয়ে তাদের মূল্যবান মতকে (ভোটকে) কুক্ষিগত করা হয়। যার অর্থ বেশি সেই গ্রামের মোড়ল। আর সঙ্গে পেশিশক্তি থাকলে তো কথাই নেই।



    কিছু দিন আগে আন্না হাজারে একটা কথা বলেছিলেন, দু-বোতল মদ আর টাকা দিলেই ভোট হয়। রাজনৈতিক দল গুলো রে রে করে উঠেছিল আন্না হাজারের উপর। কিন্তু দুর্ভাগ্য সেই রাজনৈতিক দলগুলিই মদ, মাংস আর মোটা অর্থ ছাড়া ভোটে লড়া কল্পনা পর্যন্ত করতে পারে না।

   বন্ধুরা এবার কিছু পরিসংখ্যান তুলে ধরবো, যে গুলো থেকে আমাদের অব্যবস্থা বা অরাজকতা গুলো ফুটে ওঠে। জানি না আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলির বিভিন্ন সমীক্ষা ও প্রকাশনায় উঠে আসা এই তথ্যগুলি কবে বদলাবে!


1)  মানব উন্নয়ন সূচক (Human Development Index) বিশ্বের সকল দেশসমূহের জীবন ধারণের মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক। এখানে বিভিন্ন ধরণের পরিসংখ্যান ব্যবহার করে "মানব উন্নয়নের" মাপকাঠিতে সংশ্লিষ্ট দেশগুলোকে ক্রমানুসারে সাজানো হয় এবং "অনেক ভাল মানব উন্নয়ন", "ভাল মানব উন্নয়ন", "মাঝারি মানব উন্নয়ন" ও "নিম্ন মানব উন্নয়ন" এইসব ভাগে ভাগ করা হয়। তো আমাদের ভারতবর্ষ 2012 সালে ছিল 134 নম্বরে। আর এখন 2013 তে অধঃপতন হয়ে 136 এ নেমে গেছে (মাঝারি মানব উন্নয়ন)।


২) The state of the world’s children-2011 প্রকাশক - UNICEF - শিশু-মৃত্যু হারের বিচারে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ভারতের স্থান ১৪৬তম।


৩) Global Hunger Index 2011 –প্রকাশক - International Food Policy Research Institute - বিশ্বের উন্নয়নশীল ৮৪টি দেশের প্রত্যেকটিতে মোট জনসংখ্যার কত শতাংশ খাদ্যাভাবে ক্ষুধার্ত থাকে - সেই সূচকে ভারতের স্থান ৬৭তম। বিশ্ববাসীর ১৭ শতাংশের বাস ভারতে, আর ঐ ক্ষুধা কাতর অভাগা মানুষের ৩৪ শতাংশের বাসই ভারতে ।


৪) Global Gender Gap Index-2011 প্রকাশক- World Economic Forum - নারীর মর্যাদা, তাদের অধিকারের বিষয় বিচার করে ১৩৪টি দে‍‌শের সূচক তৈরি হয়েছে। সেখানে ভারত আছে ১১২তম জায়গায় ।


৫) Education for All-2010 – UNESCO- শিক্ষার সার্বিক বিকাশে ১২৯টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে‍‌ ১০৫তম স্থানে। বিশ্বের মোট নিরক্ষরদের ৩৪ শতাংশ বাস করে ভারতে ।


৬) World Development Indicator -2010 - মাথা পিছু থেকে জাতীয় উৎপাদন বিশ্বের গড় ৯,০৩৭ ডলার, ভারতে ১,০১৭ ডলার ।


৭) Transperancy International Report – 2008 - প্রশাসনিক ব্যবস্থায় কোন্‌ দেশে কী‍‌ পরিমাণ দুর্নীতি-আক্রান্ত, তা খতিয়ে দেখে যে আন্তর্জাতিক প্রতিবেদন তৈরি হয় তার শেষ প্রতিবেদনে (২০০৮) ভারতকে দেখানে আছে ৮৫তম স্থানে — ভারত থেকে কম দুর্নীতি আছে ৮৪টি দেশে। এর থেকেও ভয়ঙ্কর খবরটা কি জানেন ? 2011 সালে  Transparency International _র রিপোর্টে ভারত ১০ কদম নেমে ৯৫তম স্থানটা দখল করেছে!!! ছিঃ! ২ বছরে কোনও প্রতিরোধ ব্যবস্থা আমরা নিইনি।




৮) World Wealth Report-2009 - কোটিপতি ধনী পরিবারের সংখ্যা বৃদ্ধিতে ভারত বিশ্বকে চমক দিয়েছে। ভারতে ঐ ধনাঢ্য পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৩ শতাংশ, বিশ্বের সর্বাধিক।





                      List of countries by Human Development Index

No comments:

Post a Comment