মেহেরগড় সভ্যতা ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রাচীন সভ্যতা। (Mehrgarh is the earliest Neolithic site in India.) মেহেরগড় সিন্ধু নদীর পশ্চিমে বালুচিস্তানের বোলান পাসের কাছে অবস্থিত।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যাশা অনুযায়ী বাংলা মাধ্যমের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ শিক্ষামূলক ব্লগ 'বোধোদয়' এ আপনাকে স্বাগত।
Friday, 29 September 2017
Ancient civilization (প্রাচীন সভ্যতা)
কোটি কোটি বছর ধরে প্রকৃতির নিয়মে পৃথিবীতে নানা প্রাণীর জন্ম হয়েছে। প্রকৃতির এই ধীর পরিবর্তনের ধারাকে বলে বিবর্তন। ইংরেজ বিজ্ঞানী চার্লস ডারউইন তাঁর বিখ্যাত অরিজিন অব স্পিসিজ গ্রন্থে দেখালেন বিবর্তনের ধারা। বিজ্ঞানীরা এশিয়া, ইউরোপ, আফ্রিকার নানা স্থানে আদিম মানবের মাথার খুলি, কঙ্কাল ইত্যাদির অংশবিশেষ খুঁজে পেয়েছেন। তাঁদের গবেষণার ফলে জানা গেছে শিম্পাঞ্জী, গরিলা জাতীয় নরাকার প্রানীর পরে, আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে আদিম মানুষ পৃথিবীতে জন্মায়। শিম্পাঞ্জী, গরিলা জাতীয় নরাকার প্রাণীর নাম এপ। এপ হল উচ্চশ্রেণীর বাঁদর। ভারতেও দিল্লীর উত্তরে শিবালিক পর্বতে এপ মানুষের জমে থাকা হাড় পাওয়া গেছে। আদিম মানবের আকৃতি অনুযায়ী নৃবিজ্ঞানীরা তাঁদের প্রাচীনত্ব নির্ণয় করেছেন ও ভিন্ন ভিন্ন নাম করণ করেছেন। যেমন- সিনানথ্রপাস (পিকিং মানব), পিথেকানথ্রপাস (জাভা মানব), এরা একই যুগে বাস করতো; কিন্তু একই প্রজাতির নয়। তাছাড়া ছিল, নিয়ানডারথাল ও হাইডেলবার্গ (জার্মানী) এবং ক্রোম্যাগনান মানুষ (ফ্রান্স)।
Tuesday, 26 September 2017
Physiographic Divisions of India (ভারতের ভূপ্রকৃতি): Northern Mountains (উত্তরের পার্বত্য অঞ্চল)
Physiographic Divisions of India (ভারতের ভূপ্রকৃতি)
1. The Northern Mountains (উত্তরের পার্বত্য অঞ্চল)
2. The Great Plains of India (উত্তরের সমভূমি অঞ্চল)
3. The Peninsular Plateau (উপদ্বীয়ীয় মালভূমি অঞ্চল)
4. The Coastal Plains (উপকূলের সমভূমি অঞ্চল)
5. The Islands (দ্বীপ অঞ্চল)
এখানে ভারতের পার্বত্য অঞ্চল (Northern Mountains) সম্পর্কে আলোচনা করা হল।
Saturday, 23 September 2017
Some Meaningful Bengali Words (কিছু বাংলা শব্দের অন্তর্নিহিত অর্থ এখানে দেওয়া হল)
এখানে কিছু বাংলা শব্দের অন্তর্নিহিত অর্থ দেওয়া হল, যেগুলো ফেসবুক পোষ্ট/ হোয়াটস অ্যাপ ম্যাসেজ থেকে নেওয়া। প্রথমেই ধন্যবাদ জানাই সেই সব অজানা বন্ধুদের যারা অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের তথ্য গুলোকে ডিজিটাল রুপ দান করেছে।। দেখে নিন এক নজরে।।
★দুইপক্ষ - কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ।★দুই অয়ণ- উত্তরায়ণ, দক্ষিণায়ন।
★ত্রি ভুবন – স্বর্গ, মর্ত, পাতাল।
★ত্রিফলা - হরীতকী, বিভীতকী বা বহেড়া, আমলকী।
★ত্রিধারা - মন্দাকিনী, অলকানন্দা, ভোগবতী।
★ত্রিশক্তি - কালী, তারা, ত্রিপুরা।
★ত্রিকাল - অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
★ত্রিকুল - পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল।
★ত্রিবেণী - গঙ্গা, যমুনা, সরস্বতী।
★ত্রিপিটক - সূত্র, বিনয়, অভিধর্ম।
★ত্রিরত্ন - বুদ্ধ, ধর্ম, সংঘ।
★ত্রিবর্গ - ধর্ম, অর্থ, কাম।
★গরমমশলা - দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ।
★চারবেদ - ঋক, সাম, যজু, অথর্ব।
★চারযুগ - সত্য, ত্রেতা দ্বাপর, কলি।
★চতুর্বর্গ - ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
★চতুরঙ্গ সেনা - হস্তী, অশ্ব, রথ,পদাতিক।
★চতুর্ধাম - রামনাথ, বৈদ্যনাথ, জগন্নাথ, দ্বারকানাথ।
Labels:
Bengali
kandi, West Bengal, India
Public, SH 11, Kandi, West Bengal 742137, India
Friday, 22 September 2017
about INDIA
- Area- 3287263 Km2,
- India is the 7th Largest Country.
- 2.4% of Land hemisphere & 0.57% of the area of earth.
- North to South- 3214 km(1997mi).
- East to West- 2933 km(1822mi).
- India Standard Time (IST) calculated on basis of 82.50`E (GTM + 5 Hours and 30 minutes). It passes near Allahabad.
Friday, 15 September 2017
Geography of India (ভারতের ভূগোল)
এখানে ভারত এবং পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভূগোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভারতের এবং বিশেষত পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতি, নদ-নদী, জলবায়ু, মৃত্তিকা, জলসেচ ব্যবস্থা, খনিজ সম্পদ, শিল্প ইত্যাদি বিষয় গুলির উপর বিশেষ আলোকপাত করা হবে। বিস্তারিত ভাবে নিম্নে দেওয়া হল।
1. Details about INDIA
Location, Channel, Geological Structure of India.Wednesday, 6 September 2017
Physics-1. System of Measurements and Unit (পরিমাপের একক ও পদ্ধতি )
রাশি- পরিমাপ যোগ্য প্রাকৃতিক বিষয়ই হল ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। ভৌত রাশি দু-প্রকার।
1) স্কেলার রাশি
- যার কেবল মান আছে।
- ভর, দৈর্ঘ্য, সময়, আয়তন, দ্রুতি, শক্তি, কার্য
- যদি বলা হয় একটি গাছের দৈর্ঘ্য ২০ মিটার বা একটি বালতিতে ২০ লিটার জল আছে। এখানে শুধু মান বলা হচ্ছে অভিমুখ নয়।
2) ভেক্টর রাশি
- যার মান ও অভিমুখ দুই-ই আছে।
- গতিবেগ, ভরবেগ, বল, ত্বরণ
- যদি বলা হয় বস্তুটির উপর ২ নিউটন বল প্রয়োগ করা হয়েছে তাহলে তথ্যটি অসম্পূর্ণ থেকে যায়; কারণ সে ক্ষেত্রে অভিমুখ উল্লেখ করা হয়নি ফলে আমাদের বলতে হবে, বস্তুটির উপর উল্লম্ব ভাবে ২ নিউটন বল প্রয়োগ করা হল।
Monday, 4 September 2017
Indian National Movement (ভারতের জাতীয় আন্দোলন/ আধুনিক ভারতের স্বাধীনতা সংগ্রাম)
ভারতের জাতীয় আন্দোলন বা National Movement মোটামুটি শুরু হয় ১৮৫৭ এর মহাবিদ্রোহ থেকে। কিন্তু ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে জানবার আগে তার প্রেক্ষাপট বা আগের ঘটনা গুলি সম্পর্কে জানা দরকার। তাই এখানে Indian National Movement-কে দুটি ভাগে ভাগ করে নিয়েছি।
1707 থেকে 1857 অবধি,
1857 থেকে 1947 পর্যন্ত।
Medieval India (মধ্যযুগের ভারত)
মধ্যযুগ
1. দিল্লী কেন্দ্রিক শাসন ব্যবস্থা
সুলতানী শাসন
খলজী বংশ (The Khiljis, 1290 AD – 1320 AD)
তুঘলক বংশ (The Tughlaqs, 1320 AD – 1412 AD)
লোদী বংশ, (Lodhi Sultans, 1414 AD – 1526 AD)
ইলিয়াসশাহী বংশ
তুলভ বংশ
বাহমনী সাম্রাজ্য (The Bahamani Kingdom, 1346 AD – 1689 AD)
বিজয়নগর সাম্রাজ্য (The Vijayanagara Empire, 1336 AD – 1565 AD)
Ancient History of India (প্রাচীন ভারতের ইতিহাস)
1. প্রাচীন সভ্যতা
মেহেরগড় সভ্যতা
সিন্ধু সভ্যতাঃ হরপ্পা, মহেঞ্জোদারো, কালিবঙ্গান, লোথাল
2. বৈদিক যুগ
আর্যদের বাসভূমি
3. মহাকাব্যেরে যুগ
বেদ, রামায়ন, মহাভারত
Saturday, 2 September 2017
Physical Science: Physics (পদার্থ বিজ্ঞান)
পদার্থ বিজ্ঞানে শুধু মাত্র কয়েকটি সূত্র বা কিছু গাণিতিক বিশ্লেষণ নয়, এর মদ্ধে অনেক কিছু আছে যা বোঝার বিষয়। আপনার যদি কোন সূত্র বা সংজ্ঞা জানার থাকে তাহলে এই ব্লগের কটেন্ট গুলিকে Follow করে বিশেষ লাভ হবে না। আমার মনে হয় তার জন্য নিজের টেক্স বই পড়ুন। কিন্তু আপনি যদি পদার্থবিদার উপর বিগত বর্ষে আগত প্রশ্নের উত্তর দিতে নিজেকে তৈরি করতে চান তাহলে অবশ্যয় নজর রাখুন; কেননা এখানে পদার্থ বিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের বেসিক কন্সেপ্টের উপর জোর দেওয়া হবে। বাস্তবে ঘটে চলা ঘটনার সাথে পদার্থ বিজ্ঞানের যে সংজোক কতখানি সেই সমস্ত জায়গা গুলিকেই বেশি Highlight করা হবে। যে বিষয় গুলিকে বিশেষ ভাবে আলোকপাত করা হবে সেগুলি নিচে দেওয়া হল।
Subscribe to:
Posts (Atom)