Thursday, 18 July 2013

ভারত চীন সীমান্ত সমস্যা


ভারত বনাম চিন | ankurin.blogspot.in | অঙ্কুর পাণ্ডে (জ্যাক)   বন্ধুরা ভারত আর চিন দুই এশিয়োইঙ্গিনের লড়াই দীর্ঘদিনের। মানে ড্রগণ বনাম হাতির লড়াই। প্রথমে হিন্দি চিনি ভাই ভাই স্লোগান। তার পর '62_র যুদ্ধ। যুদ্ধে কয়েকটা ভুল সিধান্ত ভারত কে ডুবিয়েছিল। সেই 62_র কথা এখন থাক। 2013 এখন। এখনকার কথা ভাবা যাক।

  সম্প্রতি গত ১৫ এপ্রিল,২০১৩ রাতে আচমকাই চিনা সেনাবাহিনীর ৫০জন জওয়ান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে লাদাখের দৌলত বেগ ওল্ডি সেক্টরে ভারতীয় ভূখণ্ডের ১৯ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। পাঁচটি তাবু পেতে সেখানেই বসে পড়ে তারা। পরে জানা যায়, সেই রাতে সেনাদের সাহায্যের জন্য ২টি চিনা হেলিকপ্টারও ভারতের আকাশসীমায় ঢুকেছিল। ভারতের লাদাখের দৌলত বেগ সেক্টরে চিনা সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ছড়ায়।
ভারত বনাম চিন | ankurin.blogspot.in | অঙ্কুর পাণ্ডে (জ্যাক)
   তৎক্ষণাৎ ভারতীয় সেনাবাহিনী পিএলএ-এর তাঁবুর ঠিক উল্টো দিকে ৩০০ মিটারের মধ্যে অস্থায়ী ছাউনি তৈরি করে। চিনা সামরিক ঘাঁটির সামনে ঘাঁটি বানিয়ে পজিসেন নেয়। এরই পাশাপাশি, চিনা কর্তৃপক্ষকে 'শান্তিপূর্ণ সহাবস্থান' বজায় রাখার অনুরোধ জানান ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র সইদ আকবরুদ্দিন। তাঁর কথায়,'অনুপ্রবেশের আগের অবস্থানে ফিরে আসার জন্য আমরা চিনা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।'

  ভারতীয় ভূখণ্ড থেকে চিনা সেনা পূর্ব অবস্থানে না ফেরায় প্রথম ১০ দিনেই লাদাখের দৌলত বেগ সেক্টরে তিনটি ফ্ল্যাগ মিটিং হয়ে গিয়েছে। ফ্ল্যাগ মিটিংয়ে বসেছিলেন ভারত ও চিনা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার স্তরের কমান্ডাররা। নয়াদিল্লিতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে ডেকে আলোচনাও হয়। কিন্তু ততদিনেও ভারতীয় ভূখণ্ড থেকে নড়ার নাম করেনি চিনা সেনা। সূত্রের খবর, বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে একমত ছিল না ভারতীয় সেনাবাহিনী। সেনার একটা বড় অংশ চেয়েছিল, চিনের এই কাণ্ডের ‘যোগ্য জবাব’ দেওয়া হোক।

Sunday, 14 July 2013

টিপাইমুখ বাঁধ বন্ধে আসুন সবাই আমরা একসাথে জনমত গড়ি

ভূ-তাত্ত্বিক অবস্থান

টিপাইমুখ বাঁধ প্রকল্পের ভূ-তাত্ত্বিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ। বরাক উপত্যকার নিচে চ্যুতিটি বরাক ও এর অন্যান্য শাখা-প্রশাখাগুলোর গতি-প্রকৃতি নির্ধারণ করে। প্রস্তাবিত ড্যামটির অবস্থান তাইথু ফল্টের উপর যা ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় এবং ভবিষ্যতে ভুমিকম্পের কেন্দ্র হতে পারে। এছাড়া, সঞ্চরণশীল ভূ-ত্বকীয় প্লেট (ইন্ডিয়ান ও বার্মিজ প্লেট) এই অঞ্চলকে বিশ্বের অন্যতম একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে পরিণত করেছে। রিক্টার স্কেলে ৭ এর উপরের মাত্রার অন্তত দুটি ভূমিকম্প টিপাইমুখের ১০০ কি.মি. ব্যাসার্ধের মধ্যে অনুভূত হয়েছে গত ১৫০ বছরে; যার মধ্যে সর্বশেষটির উপকেন্দ্র ছিল টিপাইমুখ থেকে মাত্র ৭৫ কি.মি. দূরে, ১৯৫৭ সালে। উপরন্তু ইন্দো-বার্মা রেঞ্জে টেকটনিক প্লেটের সঞ্চারণের ফলে এ অঞ্চলে মাটির অল্প গভীরে উৎপন্ন ভূমিকম্পের প্রবণতা বেশি। এই ধরনের কম্পনগুলোর তীব্রতা কম হলেও বেশি বিধ্বংসী। বিভিন্ন গবেষণায় পূর্ববর্তী ভূমিকম্পের রেকর্ড, ভূ-ত্বাত্তিক ডাটা এবং টেকটনিক প্লেট সঞ্চারণের ইতিহাস তাই এ আশঙ্কাই ব্যক্ত করে যে, টিপাইমুখ ড্যামটি ভূমিকম্পের জন্য সবচেয়ে বিপদজ্জনক একটি অঞ্চলে অবস্থিত।

টিপাইমুখ বাঁধের প্রভাব

Saturday, 13 July 2013

সিরিয়াল কী বা ক্র্যাক খোঁজার কিছু ওয়েবসাইট

সিরিয়াল কি_এর (Serial key) প্রয়োজন লাগে না এমন পিসি ইউজার খুব কমই আছে। কিন্তু সিরিয়াল কি চাইলেই তো আর পাওয়া যায় না! এমন কিছু ভালো ওয়েবসাইট আছে, যেখান থেকে সিরিয়াল কি (Serial key),  ক্র্যাক (Cracks), কীগেন্স (Keygens) সহজেই পেতে পারেন। 


Wednesday, 10 July 2013

জানি না কবে সত্যিকারের পরিবর্তন দেখবে গ্রামীণ ভারত

    বন্ধুরা আমরা ৬৬ বছর স্বাধীন হয়েছি। আজ দেশে দুর্নীতি আমলা থেকে রাজনৈতিক নেতাদের রন্ধে রন্ধে। চলছে গণতন্ত্রের নামে প্রহসন। ভোটের নামে পেশিশক্তি। এটা তো সত্যি আজ গ্রামীণ ভারতের একটা বড় অংশকে মদ-মাংস-টাকা দিয়ে তাদের মূল্যবান মতকে (ভোটকে) কুক্ষিগত করা হয়। যার অর্থ বেশি সেই গ্রামের মোড়ল। আর সঙ্গে পেশিশক্তি থাকলে তো কথাই নেই।



    কিছু দিন আগে আন্না হাজারে একটা কথা বলেছিলেন, দু-বোতল মদ আর টাকা দিলেই ভোট হয়। রাজনৈতিক দল গুলো রে রে করে উঠেছিল আন্না হাজারের উপর। কিন্তু দুর্ভাগ্য সেই রাজনৈতিক দলগুলিই মদ, মাংস আর মোটা অর্থ ছাড়া ভোটে লড়া কল্পনা পর্যন্ত করতে পারে না।

   বন্ধুরা এবার কিছু পরিসংখ্যান তুলে ধরবো, যে গুলো থেকে আমাদের অব্যবস্থা বা অরাজকতা গুলো ফুটে ওঠে। জানি না আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলির বিভিন্ন সমীক্ষা ও প্রকাশনায় উঠে আসা এই তথ্যগুলি কবে বদলাবে!

Monday, 8 July 2013

কম্পিউটারের সিস্টেমের যাবতীয় তথ্য জানুন নিমেষে


কম্পিউটারের সিস্টেমের যাবতীয় তথ্য জানা যায় এক নিমেষেই। হ্যাঁ, এটা জানা সম্ভব এবং সেটা কোন সফটওয়্যারের সাহায্য ছাড়ায়। কিভাবে জানবেন ?


প্রথমে Start > Run ক্লিক করুন।



Sunday, 7 July 2013

কম্পিউটার লক করার জন্য তৈরী করুন শর্টকার্ট


আপনি ইচ্ছা করলে কম্পিউটার লক করার জন্য শর্টকার্ট তৈরী করতে পারেন খুব সহজে।



>> Right click on the desktop, select New > Shortcut