Wednesday, 4 October 2017

Indus Valley Civilization (সিন্ধু সভ্যতা)

 Sir John Marshal played a crucial role to discovered Harappa & Mohenjodaro. He was director of Archaeological Department of India. In 1921, Dayaram Sahni first discovered Harappa (on Ravi). Rakhaldas Banerjee discovered Mohenjodaro or ‘Mound of the Dead’ (on Indus) in 1922.

সিন্ধু সভ্যতা শহর/নগর কেন্দ্রিক(পোড়া ইটের বাড়ি) সভ্যতা (Indus Valley Civilization Town Planning) ও Drainage System এর জন্য বিখ্যাত ছিল। অন্যদিকে পরবর্তীকালে গড়ে ওঠা বৈদিক সভ্যতা ছিল গ্রাম্য সভ্যতা (Rural Civilization)। 

Copper, bronze, silver, gold were known but not iron. তামা-পিতলের উপর খোদায় করা কাজকে বলা হয় ক্যালকগ্রাফি/ Chalcography; এই কারনেই সিন্ধু সভ্যতা ক্যালকোলিথিক (Chalcolithic Period) সময়ের সমকালীন বলে চিহ্নিত।
সংসার ছিল মাতৃকেন্দ্রিক। সমাজ নিয়ন্ত্রিত হত ব্যবসায়ীদের দ্বারা।

Friday, 29 September 2017

Mehrgarh Civilization (মেহেরগড় সভ্যতা)

মেহেরগড় সভ্যতা ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রাচীন সভ্যতা। (Mehrgarh is the earliest Neolithic site in India.) মেহেরগড় সিন্ধু নদীর পশ্চিমে বালুচিস্তানের বোলান পাসের কাছে অবস্থিত।

Ancient civilization (প্রাচীন সভ্যতা)

  কোটি কোটি বছর ধরে প্রকৃতির নিয়মে পৃথিবীতে নানা প্রাণীর জন্ম হয়েছে। প্রকৃতির এই ধীর পরিবর্তনের ধারাকে বলে বিবর্তন। ইংরেজ বিজ্ঞানী চার্লস ডারউইন তাঁর বিখ্যাত অরিজিন অব স্পিসিজ গ্রন্থে দেখালেন বিবর্তনের ধারা। বিজ্ঞানীরা এশিয়া, ইউরোপ, আফ্রিকার নানা স্থানে আদিম মানবের মাথার খুলি, কঙ্কাল ইত্যাদির অংশবিশেষ খুঁজে পেয়েছেন। তাঁদের গবেষণার ফলে জানা গেছে শিম্পাঞ্জী, গরিলা জাতীয় নরাকার প্রানীর পরে, আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে আদিম মানুষ পৃথিবীতে জন্মায়। শিম্পাঞ্জী, গরিলা জাতীয় নরাকার প্রাণীর নাম এপ। এপ হল উচ্চশ্রেণীর বাঁদর। ভারতেও দিল্লীর উত্তরে শিবালিক পর্বতে এপ মানুষের জমে থাকা হাড় পাওয়া গেছে। আদিম মানবের আকৃতি অনুযায়ী নৃবিজ্ঞানীরা তাঁদের প্রাচীনত্ব নির্ণয় করেছেন ও ভিন্ন ভিন্ন নাম করণ করেছেন। যেমন- সিনানথ্রপাস (পিকিং মানব), পিথেকানথ্রপাস (জাভা মানব), এরা একই যুগে বাস করতো; কিন্তু একই প্রজাতির নয়। তাছাড়া ছিল, নিয়ানডারথাল ও হাইডেলবার্গ (জার্মানী) এবং ক্রোম্যাগনান মানুষ (ফ্রান্স)।




Tuesday, 26 September 2017

Physiographic Divisions of India (ভারতের ভূপ্রকৃতি): Northern Mountains (উত্তরের পার্বত্য অঞ্চল)

Physiographic Divisions of India (ভারতের ভূপ্রকৃতি)

1.    The Northern Mountains (উত্তরের পার্বত্য অঞ্চল)    

2.    The Great Plains of India (উত্তরের সমভূমি অঞ্চল)    

3.    The Peninsular Plateau (উপদ্বীয়ীয় মালভূমি অঞ্চল)    

4.    The Coastal Plains (উপকূলের সমভূমি অঞ্চল)    

5.    The Islands (দ্বীপ অঞ্চল)


 এখানে ভারতের পার্বত্য অঞ্চল (Northern Mountains) সম্পর্কে আলোচনা করা হল।

Saturday, 23 September 2017

Some Meaningful Bengali Words (কিছু বাংলা শব্দের অন্তর্নিহিত অর্থ এখানে দেওয়া হল)

এখানে কিছু বাংলা শব্দের অন্তর্নিহিত অর্থ  দেওয়া হল, যেগুলো ফেসবুক পোষ্ট/ হোয়াটস অ্যাপ ম্যাসেজ থেকে নেওয়া। প্রথমেই ধন্যবাদ জানাই সেই সব অজানা বন্ধুদের যারা অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের তথ্য গুলোকে ডিজিটাল রুপ দান করেছে।। দেখে নিন এক নজরে।।
★দুইপক্ষ - কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ।
★দুই অয়ণ- উত্তরায়ণ, দক্ষিণায়ন।
★ত্রি ভুবন – স্বর্গ, মর্ত, পাতাল।
★ত্রিফলা - হরীতকী, বিভীতকী বা বহেড়া, আমলকী।
★ত্রিধারা - মন্দাকিনী, অলকানন্দা, ভোগবতী।
★ত্রিশক্তি - কালী, তারা, ত্রিপুরা।
★ত্রিকাল - অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
★ত্রিকুল - পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল।
★ত্রিবেণী - গঙ্গা, যমুনা, সরস্বতী।
★ত্রিপিটক - সূত্র, বিনয়, অভিধর্ম।
★ত্রিরত্ন - বুদ্ধ, ধর্ম, সংঘ।
★ত্রিবর্গ - ধর্ম, অর্থ, কাম।
★গরমমশলা - দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ।
★চারবেদ - ঋক, সাম, যজু, অথর্ব।
★চারযুগ - সত্য, ত্রেতা দ্বাপর, কলি।
★চতুর্বর্গ - ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
★চতুরঙ্গ সেনা - হস্তী, অশ্ব, রথ,পদাতিক।
★চতুর্ধাম - রামনাথ, বৈদ্যনাথ, জগন্নাথ, দ্বারকানাথ।

Friday, 22 September 2017

about INDIA

  • Area- 3287263 Km2, 
  • India is the 7th Largest Country. 
  • 2.4% of Land hemisphere & 0.57% of the area of earth.
  • North to South- 3214 km(1997mi).
  • East to West- 2933 km(1822mi).
  • India Standard Time (IST) calculated on basis of 82.50`E (GTM + 5 Hours and 30 minutes). It passes near Allahabad.

Friday, 15 September 2017

Geography of India (ভারতের ভূগোল)

এখানে ভারত এবং পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভূগোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভারতের এবং বিশেষত পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতি, নদ-নদী, জলবায়ু, মৃত্তিকা, জলসেচ ব্যবস্থা, খনিজ সম্পদ, শিল্প ইত্যাদি বিষয় গুলির উপর বিশেষ আলোকপাত করা হবে। বিস্তারিত ভাবে নিম্নে দেওয়া হল।

1.    Details about INDIA 

Location, Channel, Geological Structure of India.

Wednesday, 6 September 2017

Physics-1. System of Measurements and Unit (পরিমাপের একক ও পদ্ধতি )


রাশি- পরিমাপ যোগ্য প্রাকৃতিক বিষয়ই হল ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। ভৌত রাশি দু-প্রকার।

    1) স্কেলার রাশি

  1. যার কেবল মান আছে।
  2. ভর, দৈর্ঘ্য, সময়, আয়তন, দ্রুতি, শক্তি, কার্য
  3. যদি বলা হয় একটি গাছের দৈর্ঘ্য ২০ মিটার বা একটি বালতিতে ২০ লিটার জল আছে। এখানে শুধু মান বলা হচ্ছে অভিমুখ নয়।   

    2) ভেক্টর রাশি

  1. যার মান ও অভিমুখ দুই-ই আছে।
  2. গতিবেগ, ভরবেগ, বল, ত্বরণ
  3. যদি বলা হয় বস্তুটির উপর ২ নিউটন বল প্রয়োগ করা হয়েছে তাহলে তথ্যটি অসম্পূর্ণ থেকে যায়; কারণ সে ক্ষেত্রে অভিমুখ উল্লেখ করা হয়নি ফলে আমাদের বলতে হবে, বস্তুটির উপর উল্লম্ব ভাবে ২ নিউটন বল প্রয়োগ করা হল।

Monday, 4 September 2017

Indian National Movement (ভারতের জাতীয় আন্দোলন/ আধুনিক ভারতের স্বাধীনতা সংগ্রাম)


ভারতের জাতীয় আন্দোলন বা National Movement মোটামুটি শুরু হয় ১৮৫৭ এর মহাবিদ্রোহ থেকে। কিন্তু ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে জানবার আগে তার প্রেক্ষাপট বা আগের ঘটনা গুলি সম্পর্কে জানা দরকার। তাই এখানে Indian National Movement-কে দুটি ভাগে ভাগ করে নিয়েছি।

     1707 থেকে 1857 অবধি,
     1857 থেকে 1947 পর্যন্ত।

Medieval India (মধ্যযুগের ভারত)

  মধ্যযুগ   

1.    দিল্লী কেন্দ্রিক শাসন ব্যবস্থা

           সুলতানী শাসন

            খলজী বংশ (The Khiljis, 1290 AD – 1320 AD)

            তুঘলক বংশ (The Tughlaqs, 1320 AD – 1412 AD)

            লোদী বংশ, (Lodhi Sultans, 1414 AD – 1526 AD)

            ইলিয়াসশাহী বংশ

            তুলভ বংশ

            বাহমনী সাম্রাজ্য (The Bahamani Kingdom, 1346 AD – 1689 AD)

            বিজয়নগর সাম্রাজ্য (The Vijayanagara Empire, 1336 AD – 1565 AD)

Ancient History of India (প্রাচীন ভারতের ইতিহাস)


\

 1.    প্রাচীন সভ্যতা    

                মেহেরগড় সভ্যতা

                সিন্ধু সভ্যতাঃ হরপ্পা, মহেঞ্জোদারো, কালিবঙ্গান, লোথাল

2.    বৈদিক যুগ    

                আর্যদের বাসভূমি

3.    মহাকাব্যেরে যুগ    

                 বেদ, রামায়ন, মহাভারত

Saturday, 2 September 2017

Physical Science: Physics (পদার্থ বিজ্ঞান)

 

পদার্থ বিজ্ঞানে শুধু মাত্র কয়েকটি সূত্র বা কিছু গাণিতিক বিশ্লেষণ নয়, এর মদ্ধে অনেক কিছু আছে যা বোঝার বিষয়। আপনার যদি কোন সূত্র বা সংজ্ঞা জানার থাকে তাহলে এই ব্লগের কটেন্ট গুলিকে Follow করে বিশেষ লাভ হবে না। আমার মনে হয় তার জন্য নিজের টেক্স বই পড়ুন। কিন্তু আপনি যদি পদার্থবিদার উপর বিগত বর্ষে আগত প্রশ্নের উত্তর দিতে নিজেকে তৈরি করতে চান তাহলে অবশ্যয় নজর রাখুন; কেননা এখানে পদার্থ বিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের বেসিক কন্সেপ্টের উপর জোর দেওয়া হবে। বাস্তবে ঘটে চলা ঘটনার সাথে পদার্থ বিজ্ঞানের যে সংজোক কতখানি সেই সমস্ত জায়গা গুলিকেই বেশি Highlight করা হবে। যে বিষয় গুলিকে বিশেষ ভাবে আলোকপাত করা হবে সেগুলি নিচে দেওয়া হল।

Tuesday, 22 August 2017

স্বাধীনতা কি?

এই ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা অনেক রকমের হয়।

ভারতের হিন্দু মহিলারা প্রথম প্রাণে বাঁচার স্বাধীনতা পায় 1829 খ্রিস্টাব্দে স্বতীদাহ প্রথা রদের মাধ্যমে।

ভারতের হিন্দু মহিলারা নিজের ব্যক্তিগত জীবন নিজের মতো করে বাঁচার অধিকার পায় 26শে জুলাই, 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রণয়নের মাধ্যমে।

ভারতের নাগরিকেরা প্রথম রাজনৈতিক স্বাধীনতা পায় 1947 সালের 15 আগস্ট।

ভারতের নাগরিকদের এই ভারত নামক ভূখন্ডে স্বাধীন ভাবে বাঁচার অধিকার সুনিশ্চিত করে 1950 সালের 26 জানুয়ারি সংবিধান কার্যকরীর মাধ্যমে।

তবে, আজ 22 শে আগস্ট 2017 ভারতের সুপ্রিমকোর্ট এর তিন তালাক অসাংবিধানিক ঘোষনার মাধ্যমে ভারতের মুসলিম মহিলারা স্বাধীনতা পেলেন, স্বাধীন ভাবে নিজের ব্যক্তিগত জীবন বাঁচার।

Wednesday, 16 August 2017

Importance of States in India

Punjab for Fighting,
Bengal for Writing...

Kashmir for Beauty,
Andhra for Duty...

Karnataka for Silk,
Haryana for Milk...

Kerala for Brains,
Tamil for Grains...

Mahavir Tyagi vs Nehru debate about the loss of Aksai Chin


About the loss of Aksai Chin, Nehru is reported to have said in Parliament “not a single blade of grass grows there.” Mahavir Tyagi, a senior Congress leader, pointed to his bald head and said: “Nothing grows here … should it be given away to somebody else?”

Wednesday, 26 July 2017

বলুন তো এক কিউসেক মানে কতটা জল?

  ঝাড়খন্ডে প্রবল বর্ষণ হলে একে-একে ছোট-বড় সব জলাধার থেকেই জল ছাড়া হয়- চান্ডিল, গালুডি, তেনুঘাট, হিংলো, বক্রেশ্বর, দ্বারকা, কোপাই, তিলপাড়া, মশানজোড়, ডিভিসি (দামোদর ও তার শাখা নদীগুলির উপর ডিভিসি-র মোট চারটি বাঁধ পাঞ্চেত, মাইথন, কোনার, তিলাইয়া) প্রভৃতি। এমনিতেই বর্ষার জলে পুষ্ট নদীগুলি যেমন- সুবর্ণরেখা, কংসাবতী, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, মুণ্ডেশ্বরী, শিলাবতী, কাঁসাই, শালি, গন্ধেশ্বরী, রূপনারায়ণ, দ্বারকেশ্বরী বিপদসীমার উপর দিয়েই বয়। তার উপর আবার জলাধার গুলির ছাড়া জল; সৃষ্টি হয় ভয়াভয় পরিস্থিতির; ফল স্বরূপ নদীবাঁধ ভেঙ্গে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। লাল সতর্কতা জারি করা হয় দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ। জলাধার গুলি থেকে ছাড়া জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে টেলিভিশন, রেডিও তে কোন জলাধার কত পরিমাণ জল ছাড়ছে তার বিবরণ দেয়, আজ ডিভিসি, পাঞ্চেত কিমবা তিলপাড়া ব্যরেজ থেকে এক লক্ষ কিউসেক জল ছেড়েছে... -এই ভাবে খবর পরিবেশন করে; কিন্তু বলুন তো এক কিউসেক মানে কত লিটার জল...? না সে সম্পর্কে আমাদের অনেকেরই কোন ধারণা নেই। আজ জেনে নিন এক কিউসেক মানে কতটা জল!

এখানে জলের একক কিউসেকে বলা হয়। 'কিউসেক'-এর বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হল।

   এক কিউসেক (Cusec) মানে প্রতি সেকেন্ডে এক ঘনফুট (cubic feet per second) জলের প্রবাহ! ১ কিউবিক ফুট মানে ২৮.৩১৭ লিটার জল। (1 Cusec= 28.316847 বা 28.317 litres) তার মানে, কোনও জলাধার থেকে ১ সেকেন্ডে ২৮.৩১৭ লিটার জল ছাড়া হলে বলা ‌‌যেতে পারে সেখান থেকে ১ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে।

Thursday, 20 July 2017

WBCS Book List






Subject
Marks
1.  English Composition
25
2.  History of India
25
3.  Indian National Movement
25
4.  Indian Polity and Economy
25
5.  Geography of India with special reference to West Bengal
25
6.  Current events of National & International Importance
25
7.  General Science
25
8.  General Mental Ability
25
Total
200



Thursday, 13 July 2017

a message from Murshidabad Police

সোশাল মিডিয়া সতর্কতা বানী
মুর্শিদাবাদ জেলা পুলিশ


Wednesday, 12 July 2017

Durga Puja 2017 ( দূর্গা পূজা-2017 )

| | দূর্গা পূজা ২০১৭ সময়সূচী | |

🌷🍃 *_শারোদউৎসব_* 🍃🌷

🕉 *দেবীর 'নৌকায় আগমন' এবং 'ঘোটকে গমন'*

 

🦁 *~ মহা ষষ্ঠী ~*

৯ ই আশ্বিন ১৪২৪, ইং ২৬ শে  সেপ্টেম্বর ২০১৭ (মঙ্গলবার)

🔺পূজারম্ভ সকাল ৯ টা ১৫ মিঃ

🔺দেবীর আগমন ও অধিবাস সন্ধ্যা ৮টা ০০ মিঃ

 

🦉 *~ মহা সপ্তমী ~*

১০ ই আশ্বিন ১৪২৪, ইং ২৭শে সেপ্টেম্বর ২০১৭ (বুধবার)

🔺নবপত্রিকা প্রবেশ ও  স্থাপন  সকাল ৯টা ১৩ মিঃ এর মধ্যে।

🔺পূজারম্ভ সকাল ৯ টা ১৫ মিঃ

🔺পুষ্পাঞ্জলি ১১টা ০০ মিঃ

🔺সন্ধ্যা আরত্রিক ৭টা  ৩০ মিঃ

 

🦆 *~ মহা অষ্টমী ~*

১১ ই আশ্বিন ১৪২৪, ইং ২৮ শে সেপ্টেম্বর ২০১৭ (বৃহস্পতিবার)

🔺পূজারম্ভ সকাল ৯ টা ১৫ মিঃ

🔺পুষ্পাঞ্জলি ১১টা ০০ মিঃ

🔺 *সন্ধি পূজা: মুহূর্ত - রাত্রি ৯ টা ১৩মিঃ থেকে রাত্রি ১০ টা ০০ মিঃ মধ্যে*

 

🐀 *~ মহা নবমী ~*

১২ ই আশ্বিন ১৪২৪, ইং ২৯ শে সেপ্টেম্বর ২০১৭ (শুক্রবার)

🔺পূজারম্ভ সকাল ৮ টা ৪৫ মিঃ

🔺পুষ্পাঞ্জলি সকাল ১০টা ৩০ মিঃ

 

🐍 *~ বিজয়া দশমী ~*

১৩ ই আশ্বিন ১৪২৪, ৩০ শে সেপ্টেম্বর (শনিবার)

🔺পূজারম্ভ সকাল ৮ টা ৪৫ মিঃ

🔺পুষ্পাঞ্জলি ১০টা  ৩০ মিঃ

🔺প্রতিমা নিরঞ্জন: বিকাল ৪টা

🔺বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা