Friday, 25 October 2013

মালদ্বীপ ও ভারত

    প্রায় তিরিশ বছর ধরে মালদ্বীপে একাধারে শাসন করেছেন এক ব্যক্তি, মাউমুন আবদুল গাইয়ুম, যিনি এক সময়ে নিজের শাসনকালে খুবই শক্তিশালী ও প্রভাবশালী গোষ্ঠী তৈরী করেছিলেন নিজের পক্ষের লোকদের নিয়ে, যাদের স্থানীয় অনুপাতে শাসক ধনীগোষ্ঠী বলেই মনে করা যেতে পারে। বিদেশনীতিতে গাইয়ুম অনেকটাই চিন পন্থী ছিলেন  আর তাঁর শাসনের শেষের দিকে, ২০০০ সালের শুরুতে, সংবাদ মাধ্যমে খুবই সক্রিয়ভাবে শোনা যাচ্ছিল যে, আগামী একদশকের মধ্যেই এই দ্বীপপূঞ্জের একটিতে চিনের ডুবোজাহাজের জন্য বন্দর তৈরী করা হবে। 


মালদ্বীপ ও ভারত   ২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি নির্বাচনে জিতেছিলেন ভারতের পক্ষে মানসিকতা সম্পন্ন প্রার্থী মোহাম্মদ নাশিদ। ভারত মহাসাগরে ভারত থেকে ৪৫০ কিলোমিটার দূরত্বের মালদ্বীপ পর্যটনের জন্য বিখ্যাত। ক্ষমতাই আসার ২ বছরের মধ্যেই মালদ্বীপের উন্নয়নের লক্ষে ২০১০ এ  মালে আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন ও ২৫ বছর ধরে পরিচালনার জন্য ভারতীয় নির্মাণ প্রতিষ্ঠান GMR এবং মালয়েশিয়ার এয়ারপোর্ট হোল্ডিং বারহার্ডের যৌথ উদ্যোগে ৫১ কোটি ডলারের চুক্তি করে মালদ্বীপ।

Tuesday, 3 September 2013

ভুটানের সাথে সুসম্পর্ক চিরস্থায়ী হোক, চায় দিল্লি

ভুটানের সাথে সুসম্পর্ক চিরস্থায়ী হোক, চায় সাউথ ব্লগকিছু দিন আগে ভুটানের আইনসভার দ্বিতীয় সাধারণ নির্বাচন হল। এবারের ভোটের মূল ইস্যু ছিল কেরোসিন ও প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধিকে নিয়ে। এমনিতে ভুটানের অর্থনীতি বেশ দুর্বল। ভুটানের অর্থনীতি সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হল, ভূটানের রাষ্ট্রীয় মুদ্রা গুলট্রাম এবং এর বিনিময় হার ভারতীয় রুপীর সাথে সম্পর্কিত। ভূটানের অর্থনীতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অর্থনীতি গুলির একটি। এটি মূলত কৃষি ও বনজ সম্পদ নির্ভর অর্থনীতি। ভুটানের জনসংখ্যার প্রায় ৬০% এই দুই ধরনের পেশায় জড়িত। [২০০৫ সালের আদমশুমারি অনুযায়ী ভুটানে ৬,৭২,৪২৫ জনের বাস। প্রতি বছর জনসংখ্যা ২% হারে বাড়ছে। জনঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে ৪৫ জন।] আর এই অর্থনৈতিক দুর্বলতা থেকে বাঁচার জন্য ভুটানকে ভারতের দেওয়া ভর্তুকি উপর নির্ভর করতে হয়। আর তাই প্রতিবেশী তথা আমাদের ছোট্ট পাহাড়ি মিত্র দেশ ভুটানের  মানুষকে একটু অর্থনৈতিক সাহায্যের জন্য দিল্লি বরাবর কেরোসিন ও প্রাকৃতিক গ্যাসের উপর ভর্তুকি দিয়ে আসছে । 

Sunday, 1 September 2013

আমার চোখে বাংলাদেশ

   বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম সম্পর্কে আমার আগের পোস্টটাতে আলোচনা করেছিলাম। এবার আসি এখনকার স্বাধীন বাংলাদেশের কথায়।

     কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য ১৯৭৬ এ ফারক্কা বাঁধ তৈরি করে ভারত। অনেক তর্ক-বিতর্কের পরে ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেব গৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'গঙ্গার জল বন্টন চুক্তি' সই করেন। বিভিন্ন সময় দুই দেশের মধ্যে এই জল বণ্টন নিয়ে মতবিরোধও হয়েছে। স্বাধীন বাংলাদেশের সাথে ভারতের একটা চুক্তির কথা বললাম।

Saturday, 31 August 2013

বাংলাদেশ

  ১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাবসানে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে গঠিত হল দুটি স্বাধীন রাষ্ট্র , ভারত-পাকিস্তান।
বাংলাদেশ
'৪৭-এর দেশভাগের সময় ধর্ম গরিষ্ঠতার ভিত্তিতে বাংলা প্রদেশটিকে ভাগ করা হলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের অংশভুক্ত হয়, আর অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের অংশভুক্ত হয়। ১৯৫৪ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয়। 

Wednesday, 14 August 2013

আই এন এস ভিক্রান্ত

মহাসমুদ্রে রণতরী থেকেই লক্ষ্যে আঘাত হানতে উড়ে যাবে যুদ্ধ বিমান। এবার সেই রকমই রণতরী তৈরি করল ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। ভারতীয় নৌবাহিনীর মুকুটে নতুন পালক 'আই এন এস বিক্রান্ত'।
 কোচি শিপ ইয়ার্ড থেকে ১২ অগাস্ট, সোমবার '২০১৩ -ই প্রথমবার জলে নামে এই বিমানবাহী যুদ্ধজাহাজ। 

INS Vikrant, আই এন এস ভিক্রান্ত, (ankurin.blogspot.in - অঙ্কুর পাণ্ডে)


Thursday, 18 July 2013

ভারত চীন সীমান্ত সমস্যা


ভারত বনাম চিন | ankurin.blogspot.in | অঙ্কুর পাণ্ডে (জ্যাক)   বন্ধুরা ভারত আর চিন দুই এশিয়োইঙ্গিনের লড়াই দীর্ঘদিনের। মানে ড্রগণ বনাম হাতির লড়াই। প্রথমে হিন্দি চিনি ভাই ভাই স্লোগান। তার পর '62_র যুদ্ধ। যুদ্ধে কয়েকটা ভুল সিধান্ত ভারত কে ডুবিয়েছিল। সেই 62_র কথা এখন থাক। 2013 এখন। এখনকার কথা ভাবা যাক।

  সম্প্রতি গত ১৫ এপ্রিল,২০১৩ রাতে আচমকাই চিনা সেনাবাহিনীর ৫০জন জওয়ান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে লাদাখের দৌলত বেগ ওল্ডি সেক্টরে ভারতীয় ভূখণ্ডের ১৯ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। পাঁচটি তাবু পেতে সেখানেই বসে পড়ে তারা। পরে জানা যায়, সেই রাতে সেনাদের সাহায্যের জন্য ২টি চিনা হেলিকপ্টারও ভারতের আকাশসীমায় ঢুকেছিল। ভারতের লাদাখের দৌলত বেগ সেক্টরে চিনা সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ছড়ায়।
ভারত বনাম চিন | ankurin.blogspot.in | অঙ্কুর পাণ্ডে (জ্যাক)
   তৎক্ষণাৎ ভারতীয় সেনাবাহিনী পিএলএ-এর তাঁবুর ঠিক উল্টো দিকে ৩০০ মিটারের মধ্যে অস্থায়ী ছাউনি তৈরি করে। চিনা সামরিক ঘাঁটির সামনে ঘাঁটি বানিয়ে পজিসেন নেয়। এরই পাশাপাশি, চিনা কর্তৃপক্ষকে 'শান্তিপূর্ণ সহাবস্থান' বজায় রাখার অনুরোধ জানান ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র সইদ আকবরুদ্দিন। তাঁর কথায়,'অনুপ্রবেশের আগের অবস্থানে ফিরে আসার জন্য আমরা চিনা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।'

  ভারতীয় ভূখণ্ড থেকে চিনা সেনা পূর্ব অবস্থানে না ফেরায় প্রথম ১০ দিনেই লাদাখের দৌলত বেগ সেক্টরে তিনটি ফ্ল্যাগ মিটিং হয়ে গিয়েছে। ফ্ল্যাগ মিটিংয়ে বসেছিলেন ভারত ও চিনা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার স্তরের কমান্ডাররা। নয়াদিল্লিতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে ডেকে আলোচনাও হয়। কিন্তু ততদিনেও ভারতীয় ভূখণ্ড থেকে নড়ার নাম করেনি চিনা সেনা। সূত্রের খবর, বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে একমত ছিল না ভারতীয় সেনাবাহিনী। সেনার একটা বড় অংশ চেয়েছিল, চিনের এই কাণ্ডের ‘যোগ্য জবাব’ দেওয়া হোক।

Sunday, 14 July 2013

টিপাইমুখ বাঁধ বন্ধে আসুন সবাই আমরা একসাথে জনমত গড়ি

ভূ-তাত্ত্বিক অবস্থান

টিপাইমুখ বাঁধ প্রকল্পের ভূ-তাত্ত্বিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ। বরাক উপত্যকার নিচে চ্যুতিটি বরাক ও এর অন্যান্য শাখা-প্রশাখাগুলোর গতি-প্রকৃতি নির্ধারণ করে। প্রস্তাবিত ড্যামটির অবস্থান তাইথু ফল্টের উপর যা ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় এবং ভবিষ্যতে ভুমিকম্পের কেন্দ্র হতে পারে। এছাড়া, সঞ্চরণশীল ভূ-ত্বকীয় প্লেট (ইন্ডিয়ান ও বার্মিজ প্লেট) এই অঞ্চলকে বিশ্বের অন্যতম একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে পরিণত করেছে। রিক্টার স্কেলে ৭ এর উপরের মাত্রার অন্তত দুটি ভূমিকম্প টিপাইমুখের ১০০ কি.মি. ব্যাসার্ধের মধ্যে অনুভূত হয়েছে গত ১৫০ বছরে; যার মধ্যে সর্বশেষটির উপকেন্দ্র ছিল টিপাইমুখ থেকে মাত্র ৭৫ কি.মি. দূরে, ১৯৫৭ সালে। উপরন্তু ইন্দো-বার্মা রেঞ্জে টেকটনিক প্লেটের সঞ্চারণের ফলে এ অঞ্চলে মাটির অল্প গভীরে উৎপন্ন ভূমিকম্পের প্রবণতা বেশি। এই ধরনের কম্পনগুলোর তীব্রতা কম হলেও বেশি বিধ্বংসী। বিভিন্ন গবেষণায় পূর্ববর্তী ভূমিকম্পের রেকর্ড, ভূ-ত্বাত্তিক ডাটা এবং টেকটনিক প্লেট সঞ্চারণের ইতিহাস তাই এ আশঙ্কাই ব্যক্ত করে যে, টিপাইমুখ ড্যামটি ভূমিকম্পের জন্য সবচেয়ে বিপদজ্জনক একটি অঞ্চলে অবস্থিত।

টিপাইমুখ বাঁধের প্রভাব

Saturday, 13 July 2013

সিরিয়াল কী বা ক্র্যাক খোঁজার কিছু ওয়েবসাইট

সিরিয়াল কি_এর (Serial key) প্রয়োজন লাগে না এমন পিসি ইউজার খুব কমই আছে। কিন্তু সিরিয়াল কি চাইলেই তো আর পাওয়া যায় না! এমন কিছু ভালো ওয়েবসাইট আছে, যেখান থেকে সিরিয়াল কি (Serial key),  ক্র্যাক (Cracks), কীগেন্স (Keygens) সহজেই পেতে পারেন। 


Wednesday, 10 July 2013

জানি না কবে সত্যিকারের পরিবর্তন দেখবে গ্রামীণ ভারত

    বন্ধুরা আমরা ৬৬ বছর স্বাধীন হয়েছি। আজ দেশে দুর্নীতি আমলা থেকে রাজনৈতিক নেতাদের রন্ধে রন্ধে। চলছে গণতন্ত্রের নামে প্রহসন। ভোটের নামে পেশিশক্তি। এটা তো সত্যি আজ গ্রামীণ ভারতের একটা বড় অংশকে মদ-মাংস-টাকা দিয়ে তাদের মূল্যবান মতকে (ভোটকে) কুক্ষিগত করা হয়। যার অর্থ বেশি সেই গ্রামের মোড়ল। আর সঙ্গে পেশিশক্তি থাকলে তো কথাই নেই।



    কিছু দিন আগে আন্না হাজারে একটা কথা বলেছিলেন, দু-বোতল মদ আর টাকা দিলেই ভোট হয়। রাজনৈতিক দল গুলো রে রে করে উঠেছিল আন্না হাজারের উপর। কিন্তু দুর্ভাগ্য সেই রাজনৈতিক দলগুলিই মদ, মাংস আর মোটা অর্থ ছাড়া ভোটে লড়া কল্পনা পর্যন্ত করতে পারে না।

   বন্ধুরা এবার কিছু পরিসংখ্যান তুলে ধরবো, যে গুলো থেকে আমাদের অব্যবস্থা বা অরাজকতা গুলো ফুটে ওঠে। জানি না আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলির বিভিন্ন সমীক্ষা ও প্রকাশনায় উঠে আসা এই তথ্যগুলি কবে বদলাবে!

Monday, 8 July 2013

কম্পিউটারের সিস্টেমের যাবতীয় তথ্য জানুন নিমেষে


কম্পিউটারের সিস্টেমের যাবতীয় তথ্য জানা যায় এক নিমেষেই। হ্যাঁ, এটা জানা সম্ভব এবং সেটা কোন সফটওয়্যারের সাহায্য ছাড়ায়। কিভাবে জানবেন ?


প্রথমে Start > Run ক্লিক করুন।



Sunday, 7 July 2013

কম্পিউটার লক করার জন্য তৈরী করুন শর্টকার্ট


আপনি ইচ্ছা করলে কম্পিউটার লক করার জন্য শর্টকার্ট তৈরী করতে পারেন খুব সহজে।



>> Right click on the desktop, select New > Shortcut

Thursday, 27 June 2013

এশীয়ার দ্বিতীয় দীর্ঘতম সুরঙ্গ

     কাশ্মীরে যে কোনও মরসুমে দেশের এক প্রান্ত থেকে যোগাযোগের ব্যবস্থা রাখাটা দেশের সরকারের কাছে বেশ চ্যলেঙ্গের। আর ভারতের রেল যোগাযোগ যদি ভূস্বর্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাকি দেশের থেকে তা হলে তো মাথা ব্যথাটা আরও বেশি থাকে। কিন্তু প্রকৃতির কাছে তো মানুষ নিরুপায়। প্রতি বছর শীতেই বানিহালে জওহর সুড়ঙ্গপথ বন্ধ হয়ে যায়।

 ক’দিনের জন্য ভূস্বর্গ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাকি দেশ থেকে। কাজিগুন্দ থেকে বানিহাল পর্যন্ত নতুন রেল লাইন সেই বিচ্ছিন্ন হয়ে থাকার দিনগুলি এ বার মুছে ফেলবে কাশ্মীর উপত্যকার ক্যালেন্ডার থেকে। এই নতুন রেল-সংযোগ। এমন আশা নিয়েই কাশ্মীর সফরের দ্বিতীয় দিনে আজ কাজিগুন্দ-বানিহাল ১৭ কিলোমিটার রেল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবং বার্তা দিলেন পাক মদতে অশান্ত উপদ্রুত কাশ্মীরে শান্তি ফিরিয়ে এনে সার্বিক উন্নয়ন ঘটাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবং এটা তারই এক নমুনা মাত্র।

Thursday, 20 June 2013

দেবভূমিতে ধ্বংসলীলা


 
  নির্ধারিত সময়ের বেশ কয়েক দিন আগেই ঢুকে পড়েছিল বর্ষা। আর সেই আগাম বর্ষাই বিপর্যয় ডেকে আনল উত্তরাখণ্ড-হিমাচলের বিস্তীর্ণ এলাকায়। বৃষ্টি, হড়পা বান আর ধসের ধাক্কায় সেখানে আটকে পড়েছেন কয়েক হাজার তীর্থযাত্রী। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে স্থগিত করে দেওয়া হয়েছে চার ধাম যাত্রা। আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। বহু লোক নিখোঁজ। সরকারের তরফে প্রথমে ৫০ জন নিখোঁজ বলা হলেও উদ্ধারের কাজ যত এগোচ্ছে, সংখ্যাটা তত বাড়ছে। এই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা প্রশাসনের।  বহু জায়গাতেই ধস নেমেছে।

Tuesday, 28 May 2013

বারকোড তৈরি করুন আপনার ইচ্ছা মত !!!


  বারকোড হল এক প্রকারের সাংকেতিক ভাষা।

বারকোড তৈরি করুন, ankurin.blogspot.in

   বিভিন্ন জিনিষ কিনলে দামের পাশে অনেক গুলো পরপর সমান্ত্ররাল কালো দাগ দেখতে পাই। এই গুলোকে বারকোড বলে। আমারা-ও যদি নিজেদের ইচ্ছা মতো বারকোড বানাতে পারি টা হলে কেমন হয়?

Saturday, 18 May 2013

আফগানিস্তান পুনর্গঠনে ভারতের ভূমিকা

      আফগানিস্তান, যার সরকারী নাম আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র।  আফগানিস্তানের উত্তর সীমানায় তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান; পূর্বে চীন এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর; দক্ষিণে পাকিস্তান এবং পশ্চিমে ইরান।

আফগানিস্তান পুনর্গঠনে ভারতের ভূমিকা

রাজনীতির প্রাচীন প্রেক্ষাপট

            ১৯৬০-এর দশক পর্যন্ত আফগানিস্তানের রাজা ও তাঁর আত্মীয়েরা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতেন। তবে রক্ষণশীল গোষ্ঠীগত ও ধর্মীয় নেতারাও শাসনব্যবস্থায় প্রভাব বিস্তার করতেন। ১৯৬৩ সালে প্রথমবারের মত রাজপরিবারের বাইরের একজনকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয় যাতে রাজতন্ত্র আইন প্রণয়নের দায়িত্ব থেকে অব্যাহতি পায়।

Wednesday, 1 May 2013

কাশ্মীর ভারতের ছিল, আছে, থাকবে

পৃথিবীর ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীর। 

কাশ্মীর আসলে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি পাহাড়ী অঞ্চল। উনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত, কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু বিশাল হিমালয় এবং পীর পঞ্জল পর্বতমালার উপত্যকাকে নির্দেশনা করতো।

Wednesday, 24 April 2013

ভারত সরকারের কিছু ওয়েবসাইট




  ভারত সরকার - 
http://www.india.gov.in/
(এখানে সব রকম ইনফর্মেশন পাবেন আমাদের ভারত সম্পর্কে)

কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন

   কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (সংক্ষেপেঃ সিসিটিএলডি; country code top-level domain (ccTLD)) হল ইন্টারনেট টপ লেভেল ডোমেইন যা একটি দেশ অথবা একটি অঞ্চলের জন্য সাধারনভাবে সংরক্ষিতভাবে ব্যবহার করে।



Monday, 22 April 2013

মায়ানমারের নতুন গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা

      মায়ানমার (বর্মী ভাষায়: মিয়ামা, প্রাক্তন নাম বার্মা, প্রাচীন নাম ব্রহ্মদেশ) দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের রাজধানী নেপিদ (নেপ্‌য়িদ আইপিএ: [nèpjìdɔ̀])।
মায়ানমার, অঙ্কুর পাণ্ডে, ankurin.blogspot.com

      তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মায়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় "ইয়াঙ্গুন"। তবে গণতান্ত্রিক দলগুলোর অনেক অনুসারীই এই নামকরণের বিপক্ষে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির সরকারী নাম পরিবর্তন করে রাখা হয় রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মায়ানমার। 



Sunday, 17 March 2013

ঘাঁটির লড়াই ---(পার্ট--৩)



 ঘাঁটির লড়াই ---(পার্ট--১) -এ বিভিন্ন দেশের প্রতিযোগিতা নিয়ে আলোচনা করেছি। 

এবার বিভিন্ন দেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব। কার কত শক্তি । এখন যুদ্ধ লাগলে কে হবে সব থেকে লাভমান ? কে কতটা এগিয়ে ? আর কার হবে জিত ?

Thursday, 21 February 2013

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, উষ্ণ প্রস্রবণ ও জলাধার

অবস্থান

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান স্থানাঙ্ক হল:   23°50′N 87°27′E। এটি বীরভূম জেলার চিনপাই ও ভুরকুনা গ্রামপঞ্চায়েত অঞ্চলে অবস্থিত। পানাগড়-মোরগ্রাম সড়কের ধারে বক্রেশ্বর নদের তীরে বক্রেশ্বরমন্দির ও উষ্ণ প্রস্রবণের কিছু দূরে এই বিদ্যুৎকেন্দ্রটি গড়ে উঠেছে। 

অন্ডাল-সাঁইথিয়া শাখার চিনপাই (দুবরাজপুর) এই বিদ্যুৎকেন্দ্রের নিকটতম রেলস্টেশন।